Header Ads

বিধানসভার বিশেষ অধিবেশন উত্তপ্ত হবে পূর্বাভাস সে রকমই



অমল গুপ্ত, গুয়াহাটিঃ তপশীল জাতি ,উপজাতি, দলিত দের আরও ১০ বছরের জন্যে লোকসভা, বিধানসভায় আসন সংরক্ষণের মাধ্যমে প্রতিনিধিত্ব করার সুযোগ বৃদ্ধি এবং  দেশের আঙলো ইন্ডিয়ান বা ইন্দো ভারতীয় সম্প্রদায়ের মানুষদের প্রতিনিধিত্বের সুযোগ বাতিল করা, লোকসভায় দুজন করে এবং দেশের বিধানসভায় অন্তত ১ জন করে  মনোনয়ন দেওয়া হচ্ছিল, ১২৬ তম সংবিধান সংশোধনি বিল টি পাস হলে আঙ্গলো ইন্ডিয়ান রা আর এই সুযোগ পাবেন না। বিলটি ইতিমধ্যে সংসদে পাশ হয়েছে। সাংবিধানিক বাধ্যতামূলক দেশের সব বিধানসভায়  বিল টি পাশ করে তা সংসদে পাঠাতে হবে, তারপর বিল টি আইন এ পরিণত হবে। কেন্দ্রীয় সরকার বিল টি পাশ করার সময় জানিয়েছে দেশে ২০ কোটি তপশীল জাতি, এবং ১০ কোটি উপজাতি জনগোষ্ঠীর মানুষ আছে, তাদের সার্বিক উন্নতি হয় নি, তাই ২০৩০ সাল পযন্ত আরো ১০ বছর বৃদ্ধি করতে হবে, অপরদিকে আঙ্গলো ইন্ডিয়ানদের ক্ষেত্রে কেন্দ্র    রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়ার প্রতিবেদন উল্লেখ করে বলেছে, এই স্বল্পসংখ্যক জনগোষ্ঠীর সংখ্যা ৫০০ হবে না। তাদের আর্থিক অবস্থা ভালো, আসন আসন সংরক্ষণের প্রয়োজন নেই। আগামীকাল বিল টি পাশ করার জন্যে অসম বিধানসভার বিশেষ অধিবেশন বসবে। বছরের প্রথম অধিবেশন বলে সাংবিধানিক রীতি অনুযায়ী রাজ্যপাল জগদিশ মুখী রাজ্যের সার্বিক উন্নয়ন নিয়ে  ভাষণ প্রদান করবেন। রাজ্যে ভীষণভাবে কা বিরোধী আন্দোলন চলছে, আইনটি কেন্দ্র বলবৎ করায় পরি স্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে, কংগ্রেস, এ আই ইউ ডি এফ এই পরিস্থিতিতে ‘কা’ নিয়ে বিজেপি সরকার কে কোণঠাসা করার সব চেষ্টা করবে। কংগ্রেস আজ বিধায়কদের বৈঠকে চীফ হুইপ ওয়াজেদ আলী চৌধরী দু লাইনের হুইপ জারি করে সব সদস্য কে কাল উপস্থিত থাকার   কড়া নির্দেশ জারি করেছেন। বিজেপি কাল সকালে বসে কৌশল ঠিক করবেন। কাল বিধানসভা দুবেলা গভীর রাত পযন্ত চলবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.