Header Ads

ইরানে বিপাকে আল খোমেইনি, হাজার হাজার মানুষের বিক্ষোভ তেহরানে

নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- 13 জানুয়ারি
রবিবার সন্ধ্যায় তেহরানের আজাদি স্কোয়ার প্ল্যাকার্ড, সরকার বিরোধী স্লোগানে মুখরিত হয়ে উঠল। ভুলবশত ইউক্রেনের যাত্রীবাহী বিমান ধ্বংস করার কথা ইরান স্বীকার করার পরই ক্ষোভে ফুঁসছে ইরানি জনতা ।
ছবি, সৌঃ ইন্টারনেট
 ধর্মীয় নেতা আল খোমেইনি সহ সরকারের শীর্ষ আমলাদের পদত্যাগের দাবি উঠিয়েছে জনতা । বিক্ষোভ মাথাচাড়া দিয়েছে ইরানের জায়গায় জায়গায় । বিক্ষোভকারীরা ইরান সরকারকে মিথ্যুক ও দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন । নিরীহ প্রাণের হত্যা  যুদ্ধাপরাধের মতোই। ইউক্রেনের বিমানটিতে ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ফুটেজ মিলেছে ।


মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের সমর্থন করে টুইট করেছেন । ট্রাম্প টুইটে বলেন , তোমরা হাজার হাজার মানুষকে মেরেছ । বিক্ষোভকারীদের গায়ে হাত দিলে ফল ভাল হবে না । তেহরানের দিকে নজর রাখছে আমেরিকা ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.