Header Ads

চিনের সাহায্যে রাষ্ট্ৰপুঞ্জের নিরাপত্তা পরিষদে কাশ্মীর ইস্যু তুলতে চেয়েছিল পাকিস্তান, কিন্তু কোন ফল হল না

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ চিনের সাহায্যে রাষ্ট্ৰপুঞ্জের নিরাপত্তা পরিষদে এক সদস্যের মাধ্যমে পাকিস্তান কাশ্মীর ইস্যু তুলতে চেয়েছিল। কিন্তু ফল হয়নি। নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্যরা তাতে সায় দেননি। বৃহস্পতিবার বিদেশ মন্ত্ৰকের মুখপাত্ৰ রবীশ কুমার একথা জানান।
চিন সম্পৰ্কে তিনি বলেন- চিনের ভেবে দেখা উচিত, কাশ্মীর নিয়ে কেন কোনও দেশ তাদের মতামত দিতে রাজি হচ্ছে না। ভবিষ্যতে তারা যেন আর এ ধরনের কাজ না করে। 

ছবি, সৌঃ আন্তৰ্জাল
২০১৯ এর ৫ আগস্ট সংসদে ৩৭০ অনুচ্ছেদ রদের ঘোষণা এবং জম্মু ও কাশ্মীরকে বিভাজনের পর থেকেই আন্তৰ্জাতিক মহলকে নিজেদের পক্ষে পেতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। এর আগেও রাষ্ট্ৰপুঞ্জের সাধারণ সভায় কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের বক্তব্যকে খারিজ করে দেওয়া হয়েছে। একমাত্ৰ চিন ছাড়া রাষ্ট্ৰপুঞ্জের স্থায়ী সদস্যদের প্ৰত্যেকের বক্তব্য ছিল, জম্মু ও কাশ্মীর সমস্যা ভারত এবং পাকিস্তানের দ্বপাক্ষিক বিষয়। তাতে হস্তক্ষেপ করতে চায় না রাষ্ট্ৰপুঞ্জ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.