বর্ষাপাড়াতে ভারত-শ্রীলংকার প্রথম টি-২০ ম্যাচ বাতিল ,নিরাশ ৪০ হাজার দর্শক
দেবযানী, গুয়াহাটি
ভারত শ্রীলংকা সিরিজের প্রথম টি-২০ ম্যাচটি বৃষ্টির জন্য বাতিল করে দেওয়া হয়। আনুষ্ঠানিকভাবে ম্যাচ বাতিল ঘোষণা করে আম্পায়ার। ভারত শ্রীলংকার মাঝে ৩ সিরিজের প্রথম টি-২০ ম্যাচটি টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত ।এবং ব্যাটিং করার নিমন্ত্রণ দিয়েছিল শ্রীলংকাকে। কিন্তু খেলা শুরু হওয়ার কিছু আগেই বৃষ্টি শুরু হওয়ার ফলে বিঘ্ন ঘটে। স্টেডিয়ামে উপস্থিত ৪০হাজার দর্শকের উৎসাহে জল ঢেলে শেষ পর্যন্ত ম্যাচ রাত ৯টার সময় পর্যন্ত পিছিয়ে দেওয়া হয় এবং মাঠ পরিদর্শন করে সময় জানানো হবে বলে দর্শকদের জানানো হয়। মাঠে তখন জল ঢুকে গেছে। স্টেডিয়ামে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছিল ক্রীড়াপ্রেমীরা ।
সন্ধ্যা সাতটা থেকে খেলা শুরু হওয়ার কথা ছিল সেই সময় নামে বৃষ্টি ফলে স্থগিত রাখা হয় ম্যাচ। উল্লেখ্য যে সকাল থেকেই ছিল আকাশের মুখ ভার ।সকালের দিকে বৃষ্টিপাত হওয়ার ফলে তাপমান অনেকটাই কমে যায়।ফলে ঠান্ডা পড়ে। সন্ধ্যার পর পুনরায় নামে বৃষ্টি। আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যমতে রবিবার গুয়াহাটিতে বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছিল ।বৃষ্টির ফলে স্বাভাবিকভাবে হতাশ হয়ে পড়ে স্টেডিয়ামে উপস্থিত থাকা হাজার হাজার দর্শক। উল্লেখ্য যে সুদীর্ঘ 22 মাসের অন্তরালে কোন অন্তরাষ্ট্রীয় টি-২০ ম্যাচে পুনরায় মুখোমুখি হতে চলেছিল ভারত আর শ্রীলঙ্কা। এ পর্যন্ত এই দুটি দল ১৬টি টি-২০ ম্যাচে অবতীর্ণ হয়েছে ।আর পাঁচটি ম্যাচে শ্রীলংকার জয়লাভ করে । ওদিকে দলের অন্যান্য সদস্যদের সাথে অনুশীলন করার সময় বিরাট কোহলি ডান হাতের করে আঙ্গুলে আঘাত পায় ।চিকিৎসকরা সাথে সাথেই চিকিৎসা শুরু করে পরে। অবশ্য আঘাত গুরুতর নয় বলে তিনি ম্যাচে অংশগ্রহণ গ্রহণ করে ।৯টার সময় বৃষ্টি অব্যাহত থাকার ফলে শুরু হতে পারেনি ভারত শ্রীলঙ্কার ম্যাচ ।৯টার সময় ময়দান পরীক্ষা করে বিসিসিআই। প্রথমে ৮.১৫ তে পরীক্ষা করার কথা ছিল এরপরে সময় পিছিয়ে দিন ওটা ৯.টা করা হয়।
ওদিকে বিকেল ৪টার সময় স্টেডিয়ামের প্রবেশদ্বার খুলে দেওয়া হয় উৎসাহী দর্শকরা প্রবেশ করতে শুরু করে ।টস করার পর্ব শেষ করে দুই দলের অধিনায়ক করমর্দন করে মাত্র।এই সময়ে পুনরায় শুরু হয় বৃষ্টি ।৭টায় খেলা ৭.৩০শুরু হবার কথা ছিল ।ইতিমধ্যে বৃষ্টি কমে যায় ফলে পুনরায় প্রস্তুত।হয় দুটি দল।দর্শকদের গ্যালারিও বৃষ্টির জলে ভিজে যায়। কিন্তু কিছু দর্শক ইতিমধ্যে তখনই বাড়ি ফেরার পথ নিয়েছে।খেলা দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ,বিত্ত মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।শেষে ৯ টা,৯.৩০ ও ৯.৪৬ এ বারবার পিচ পরীক্ষা নিরীক্ষা করার পরে শেষ পর্যন্ত আম্পায়ার ম্যাচ বাতিলের ঘোষণা করে ।একদিকে "কা "বিরোধী আন্দোলন অন্যদিকে বৃষ্টি এর মধ্যেও ম্যাচ নিয়ে উৎসাহী ছিল সমগ্র উত্তর-পূর্বাঞ্চল ।যা বৃষ্টির জন্য অনুষ্ঠিত করতে পারা গেল না ।তবে কিছু কিছু দর্শকের অভিযোগে মাঠে জল শোখানোর উন্নত কোন ব্যবস্থা না থাকার জন্যই এ খেলা বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে।
কোন মন্তব্য নেই