পশ্চিমবঙ্গের বৰ্ধমান স্টেশনের পুরনো বিল্ডিং ভেঙে পড়ার ঘটনায় মৃত ১, তদন্ত কমিটি গঠন রেলের
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ বৰ্ধমান স্টেশনে পুরনো বিল্ডিং ভেঙে পড়ার ঘটনায় ৩৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন একজন।দুৰ্ঘটনার কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে রেল। ইতিমধ্যেই এই ঘটনা ঘিরে রাজনৈতিক তরজমা শুরু হয়েছে। দেড়শ বছর পুরনো রেল স্টেশন শুধুমাত্ৰ উপর দিয়েই রঙ করা হয়েছে, ভেতরে ফাঁপা ছিল তাই এই দুৰ্ঘটনা বলে দোষারোপ করা হয়েছে রেলেও ওপর।
শনিবার সন্ধ্যায় ৮ টা ১৪ মিনিট নাগাদ হঠাৎই বকট আওয়াজ করে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বৰ্ধমান রেল স্টেশনের পুরনো বিল্ডিঙের একাংশ। সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধার কাজ। ধ্বংসস্তূপের নিচে থেকে দুজনকে উদ্ধার করে বৰ্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভৰ্তি করানো হয়। একজনের অবস্থা গুরুতর থাকায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। রবিবার ভোররাতে তাঁর মৃত্যু হয়। মৃতের পরিচয় জানা যায়নি। আহত বৃক্তির নাম ঝাড়খণ্ডের বাসিন্দা হপনা টুডু বলে জানা গেছে।
কোন মন্তব্য নেই