Header Ads

মুম্বইয়ে পথ দুৰ্ঘটনায় গুরুতর আহত বলিউড অভিনেত্ৰী শাবানা আজমি

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ  

মুম্বইয়ে পথ দুর্ঘটনায় গুরুতর জখম বলিউড অভিনেত্রী শাবানা আজমি৷ মুম্বই-পুণে এক্সপ্রেস হাইওয়েতে ঘটেছে এই দুর্ঘটনা৷ শনিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ দুৰ্ঘটনাটি ঘটেছে। 

 ছবি, সৌঃ আন্তৰ্জাল
প্রাথমিক সূত্রের খবর খালাপুর টোল প্লাজার কাছে তাঁর গাড়িকে সজোরে ধাক্কা মারে একটি ট্ৰাক৷ ঘটনাটি ঘটে দুপুর সাড়ে তিনটে নাগাদ৷ সঙ্গে সঙ্গে তাঁকে পানভেলের এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ অন্য একটি গাড়িতে ছিলেন শাবানার স্বামী জাভেদ আখতার। তাঁর গাড়ির কোনও ক্ষতি হয়নি। দুৰ্ঘটনার পরই ছুটে যান পুলিশ কৰ্মীরা। তারই বৰ্ষীয়ান এই অভিনেত্ৰীকে হাসপাতালে নিয়ে যান।


No comments

Powered by Blogger.