Header Ads

দিল্লিতে স্বাক্ষর হল তৃতীয় বোড়ো শান্তি চুক্তি, আনন্দমুখর পরিবেশ বোড়োভূমিতে

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ

নয়া দিল্লিতে সোমবার তৃতীয় বোড়ো চুক্তি স্বাক্ষর করে মঙ্গলবার অসমে উপস্থিত হয় এনডিএফবি-র চার গোষ্ঠী এবং এবসু-র নেতৃত্ব। গুয়াহাটির বড়ঝাড় বিমানবন্দরে তাঁদের স্বাগত জানানো হয়। তাঁদের চিরাঙে স্বাগত জানাতে বোড়ো সমাজ বিশাল জনসভার আয়োজন করেছে। চিরাঙে আয়োজিত বিশাল জনসভায় যোগ দেবে বোড়ো নেতৃত্ব। সেখানে নেতারা তাদের বক্তব্য তুলে ধরবেন।


 বোড়ো চুক্তিকে নিয়ে বৰ্তমানে বোড়োভূমিতে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
চিরাঙের ময়দানে বোড়ো ছাড়াও বিভিন্ন জনগোষ্ঠীর হাজার হাজার মানুষের ভিড় জমায়েত হয়েছে। দীৰ্ঘ ১৭ বছর পর বোড়ো শান্তি চুক্তি স্বাক্ষর হয়েছে। এখন থেকে বোড়োল্যান্ড টেরিটোরিয়াল এরিয়া ডিস্ট্ৰিক্টস (বিটিএডি)বদলে হয়ে গেল বোড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজন (বিটিআর)। 

রাজ্য সরকারের আমন্ত্ৰনে আগামী ৭ ফেব্ৰুয়ারী অসমের কোকরাঝাড়ে আসছেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী এবং অৰ্থমন্ত্ৰী অমিত শাহ। যোগ দেবেন বোড়ো শান্তি চুক্তির আনন্দ উৎসবে। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে একথা জানান রাজ্য অৰ্থমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা। তিনি আরও জানান- বোড়োল্যান্ডের সাৰ্বিক উন্নয়নের জন্য ৯০০ কোটি টাকা অনুমোদন করেছে কেন্দ্ৰ সরকার।  


 আগামী ৩০ জানুয়ারি অসমের মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোনোয়ালের সামনে এনডিএফবি চার গোষ্ঠীরই অস্ত্ৰ ত্যাগ করার কথা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.