Header Ads

সিএএ–এর সমর্থনে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন বাংলার বিজেপি-ঘনিষ্ঠ বিশিষ্টজনেরা !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়ঃ

সিএএ নিয়ে যখন উত্তাল রাজ্য–রাজনীতি, ঠিক সেই সময় পশ্চিমবঙ্গ থেকে শিক্ষাবিদ, চিত্র পরিচালক, অভিনেতা, শিল্পী ও অন্য পেশার মানুষদের একাংশ সিএএ–কে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন। 

এই সিএএ–এর মধ্য দিয়েই বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের সংখ্যালঘুদের নাগরিকত্ব প্রদান করা হবে। চিঠিতে বলা হয়েছে---
'‌নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে আসার জন্য আপনার কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই আইনের মধ্য দিয়ে দেশভাগের সময় থেকে গত ৭০ বছর ধরে বাংলায় যে ধরনের
হেনস্থা পর্ব চলছে, তার অবসান হবে।’‌
চিঠির নীচে ন’‌জনের সাক্ষর রয়েছে। যাঁদের মধ্যে আছেন--অঞ্জন বসু, অধ্যাপক দেবাশীষ চৌধুরি, অরিন্দম চক্রবর্তী, আইনজীবী জয়দীপ সেন, সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য পুলক ব্যানার্জি, মিলন ভৌমিক, সঞ্জয় সোম এবং রন্তিদেব সেনগুপ্ত। চিঠিতে আরও বলা হয়েছে--
'‌ইতিহাস এই দেশভাগের যন্ত্রণার সাক্ষ্য বহন করে। নিজের দেশ, নিজের বাড়ি ছাড়ার যন্ত্রণা বাঙালি হয়ে আমরা অনুভব করতে পারছি। অতীতে কিছু বিশিষ্ট বাঙালি নেতাদের কারণেই জন্ম হয়েছে এই পশ্চিমবঙ্গের।’‌
চিঠিতে স্যার যদুনাথ সরকার, ঐতিহাসিক আর সি মজুমদার, অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডঃ মেঘনাদ সাহা ও ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অক্লান্ত পরিশ্রমেই গড়ে উঠেছে এই রাজ্য, বলা হয়েছে চিঠিতে।
নাগরিকত্ব সংশোধনী আইনের সূচনা করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসাও করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.