Header Ads

কা-র রুলফ্রেম নিয়ে হিমন্তবিশ্ব শর্মা জানালেন, তিনটি শর্ত পূরণ করে নাগরিকত্বের জন্যে আবেদন করতে হবে।



অমল গুপ্ত, গুয়াহাটি : নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সরকার আজও রুল ফ্রেম করেনি, সরকারি ভাবে কিছুই জানা যায়নি, অথচ অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আজ এক টিভি চ্যানেলকে জানালেন, মাত্র তিনটি নথি  পেশ করে নাগরিকত্বের জন্য পেশ করতে হবে, প্রথম প্রমান করতে হবে সে 2014  সালের 31 ডিসেম্বরর আগে অসমে এসেছে, পাকিস্তান, বাংলাদেশে এবং আফগানিস্থান থেকে আসা হিন্দুধর্মালম্বী মানুষই কেবল আবেদন করতে  পারবে। তবে সেই তিন দেশে ধর্মের জন্য নির্য্যাতনের শিকার হয়েছে তার প্রমান লাগবে না। জানান এদেশে  নাগরিকের জন্যে আবেদন করা প্রতিজনের আবেদন খতিয়ে দেখবে গোয়েন্দারা। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাতের পর অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানান, পশ্চিমবঙ্গে 1 কোটি বাঙলি হিন্দু কা-র জন্য  ভারতীয় নাগরিকের সুযোগ পাবে। অসমে 3 থেকে 5 লাখ বাঙলি হিন্দু নাগরিকত্ব পাবে। আজই পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, বাংলাদেশ থেকে কবে এসেছে জানালেই বাঙলি হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হবে। অসমের বিজেপি সভাপতি রঞ্জিত দাস আগামীকাল দ্বিতীয়বারের জন্যে সভাপতি পদে বসবেন, এই পদে নির্বাচনে তিনিই একমাত্র মনোনয়নপত্র পেশ করেছেন,  আগামীকাল তার নাম ঘোষণার আগে আজ বলেন, আগামী মাসে ভালো খবর পাবেন। তিনি প্রশ্ন তোলেন 1951 সালের বদলে 1971 সাল কেন করা হলো?  এর জন্যে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে দায়ী করেন। তিনি অসম চুক্তি করে অসমের সর্বনাশ করেছেন। তিনি দাবি করেন বিজেপি 70  শতাংশ সম্পর্ণ করেছে। আসু-র সাধারন সম্পাদক লুরিন জ্যোতি গগৈ, উপদেষ্টা  সমুজ্জ্বল ভট্টাচার্য হিমন্তর তীব্র সমালোচনা করে বলেন, হিমন্ত রাজ্যের লোককে বিপদে পরি চালনা করছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.