Header Ads

এন.ডি.এফ.বি-র সঙ্গে সরকারের অস্ত্র বিরতি চুক্তির কথা জানালেন ডি. জি. পি. ভাস্কর জ্যোতি মহন্ত



নয়া ঠাহর, গুয়াহাটি :  রাজ্য পুলিশ প্রধান ভাস্কর জ্যোতি মহন্ত আজ বিহু উৎসবের মরসুমে ভাল খবর  শোনালেন, এন.ডি.এফ.বি.-র আলোচণা বিরোধী গোষ্ঠী যুদ্ধ বিরতি চুক্তি করে সমাজ জীবনে ফিরে আসার কথা  দিল, ডি.জি.পি. আজ সাংবাদিক সন্মেলন, জানান গতকাল দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব   সত্যেন্দ্র গার্গ এবং অসম সরকারের রাজনৈতিক সচিব আশুতোষ অগ্নিহোর্ত্রী এন.ডি.এফ.বি.-র চেয়ারম্যান বি.   চাওরাই গৌরার অস্ত্র বিরতির চুক্তিতে স্বাক্ষর করেন। ডি.জি.পি. জানান, এন.ডি.এফ.বি.-র আলোচনা বিরোধী গোষ্ঠীর সঙ্গে রাজ্য পুলিশ আলোচনার টেবিলে আনার চেষ্টা করছিল, অবশেষে সফল হলো, তিনি জানালেন   অস্ত্র বিরতি চুক্তিতে রাজি 27 জন ক্যাডারকে অসম পুলিশ তাদের হেফাজতে লুকিয়ে রেখেছিল। এখন   সাসপেনসন অফ আর্মস চুক্তি হলো, পরে সমঝোতা চুক্তি করে ক্যাডারদের সন্তান সন্ততিদের পুনর্বাসনের ব্যাবস্থা করা হবে। বি.টি.সি. নির্বাচনের আগে অসম পুলিশের বড় সফলতা বলা যেতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.