Header Ads

হোজাই জেলা কৰ্মচারি পরিষদের ২৬তম বাৰ্ষিক পূৰ্ণাঙ্গ অধিবেশন


স্বপন দাস, লামডিং, ১ জানুয়ারি : হোজাই জেলা কৰ্মচারি পরিষদের ২৬তম বাৰ্ষিক পূৰ্ণাঙ্গ অধিবেশন নব গঠিত নীলবাগান আঞ্চলিক কৰ্মচারি পরিষদের আতিথ্যে গত ২৮-১২-২০১৯ তারিখে নীলবাগান মডেল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্ৰেক্ষাগৃহে দিনজোরা বৰ্ণাঢ্য কাৰ্যসূচীর মাধ্যমে অনুষ্ঠিত করা হয় | সকাল ৮-৩০ মিনিটে জেলা সভাপতি জামাল আহমেদে পরিষদের মূল পতাকা উত্তোলন করেন। অভ্যর্থনা সমিতির সভাপতি, কাৰ্যকরী সভাপতি এবং জেলার সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিদের দিয়ে মোট ২৬টি পতাকা এক সঙ্গে উত্তোলন করা হয় | শহিদ তৰ্পণ করেন যমুনামুখ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যক্ষ জ্যোতিপ্ৰসাদ বরা এবং প্ৰতিনিধি পঞ্জীয়ন কাৰ্যালয় উদ্বোধন করেন গাণনিক বিষয়া খলিলুর রহমান মজুমদার| সকাল ১০ টায় প্ৰতিনিধি সভা আরম্ভ করা হয়। সভায় সকলকে ফুলাম গামছা, জাপি এবং ফাইল দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়| প্ৰতিনিধি সভার উদ্বোধন করেন সংবর্ধনা সমিতির সভাপতি নীলবাগান উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ফাইজ মহম্মদ বরভূঞা। সভায় সর্বসন্মতিক্রমে জামাল আহমেদকে তৃতীয়বারের জন্য সভাপতি হিসাবে নিৰ্বাচিত করা হয়|  ফাইজ মহাম্মদ বরভূঞা, গোপাল শীল, জ্যোতিপ্ৰসাদ বরা, তমিজুর রহমন লস্কর, সমরেন্দ্ৰ দে, রফিক উদ্দিন লস্কর, কিশোর কুমার নাথ, মসরফ আলী বরভূঞা, আব্দুল হান্নান, সঞ্জীব রায়কে উপ-সভাপতি মনোনীত করা হয়| প্ৰণব চৌধুরী বিনা প্ৰতিদ্বন্দ্বীতায় দ্বিতীয়বারের জন্য সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত করা হয়| যুগ্ম সম্পাদক হিসাবে আব্দুল খালিক লস্কর, সুলতান আহমেদ মজুমদার, আনোয়ার হুসেন, হরগোবিন্দ কলিতা, রফিক উদ্দিন বরভূঞা, নলিনী কুমার কলিতা, বাহারুল ইছলাম চৌধুরী, সমরজিত সিংহ, রায়হান আহমেদ চৌধুরীকে মনোনীত করা হয়| সাংগঠনিক সম্পাদক হিসাবে মনোনিত করা হয় মনতোষ কুমার পাল, অসীম বিশ্বাস, সফিক উদ্দিন, সঞ্জয় দত্ত, বিশ্বজিৎ ঘোষ, পরিতোষ দাস, নিজাম উদ্দিন, এনাম হুসেইন,  মুজিবুল হক, কয়েছ উদ্দিন, বঙ্কিম দাস, আব্দুছ ছাত্তার রফিকুল ইছলাম, মোস্তাফা আল আমিন বরভূঞাকে মনোনীত করা হয়। এবং বাকি সদস্যদের সভাপতি সম্পাদকে পরবৰ্তী সময়ে আলোচনা সাপেক্ষে মনোনীত করার প্ৰস্তাব গ্ৰহণ করা হয়।
সভা সঞ্চালনা করে জেলা সভাপতি জামাল আহমেদে এবং সভা উদ্বোধন করেন নগাঁও জেলা সংমণ্ডল বিদ্যালয় পরিদৰ্শক প্ৰণব কুমার শৰ্মা, প্রকাশ্য সভার বিশিষ্ট অতিথি ছিলেন হোজাই জেলা উপায়ুক্ত তন্ময় প্ৰতীম বরগোঁহাই। নিৰ্দিষ্ট বক্তা রূপে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদৌ অসম কৰ্মচারি পরিষদের সম্পাদক প্ৰধান ফকর উদ্দিন আহমেদ, সম্মানিত অতিথি রূপে উপস্থিত থাকেন রাজ্যিক উপদেষ্টা নগেন দাস, অনুপ কুমার বরঠাকুর, সমাজ সেবক ইমদাদ আলী, দিলোর বেগম চৌধুরী, রাজ্যিক যুগ্ম সম্পাদক শ্যামন্ত দাস, পৰ্যবেক্ষণদ্বয় ক্ৰমে কাতিবর চেঙা, প্ৰণব শইকিয়া, জগত হাজরিকা, রাজ্যিক সাংগঠনিক সম্পাদক বিরাজ কুমার বরা, আনোয়ার হুসেইন, মাখনচন্দ্ৰ বিশ্বাস, শংকর ভাণ্ডারী, সুনীল বিশ্বাস, মৌদঙ্গা হাইস্কুলের প্ৰধান শিক্ষক ছাবির আহমেদ সহ বহু গণ্যমান্য ব্যক্তি প্রমুখরা |

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.