Header Ads

মহাকাশে পৌঁছে গেল ইসরোর ‘হাই পাওয়ার’ কমিউনিকেশন জিস্যাট-৩০

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ  
বছরের শুরুতেই মহাকাশ যাত্ৰার শুভ সূচনা করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। মহাকাশে পৌঁছে গেল ইসরোর ‘হাই পাওয়ার’ কমিউনিকেশন জিস্যাট-৩০। ভোররাতেই পৃথিবীর মাধ্যাকৰ্ষণের সীমানা ছাড়িয়ে যায় জিস্যাট-৩০ । ফ্ৰ্যাঞ্চ গিনি থেকে আরিয়ানা -৫ রকেটে চেপে ভারতের অত্যাধুনিক এই যোগাযোগ রক্ষাকারী উপগ্ৰহ বৰ্তমানে রয়েছে পৃথিবীর কক্ষপথে। 
 
 দক্ষিণ আমেরিকার উত্তরপূৰ্ব উপকূলের ফ্ৰেঞ্চ গিনি উৎক্ষেপণ কেন্দ্ৰ থেকে আরিয়ানা-৫ লঞ্চ ভেহিকলের পিঠে চেপে ভারতীয় সময় রাত আড়াইটে নাগাদ মহাকাশে পাঠানো হয়েছে জিস্যাট সিরিজের অত্যাধুনিক এই উপগ্ৰহকে।
 
এই ভারী কমিউনিকেশন স্যাটলাইটের উৎক্ষেপনের জন্য ইউরোপিয়ান স্পেস এজেন্সি(ইএসএ)-র সঙ্গে হাত মিলিয়েছিল ইসরো। 
ছবি, সৌঃ আন্তৰ্জাল
ইসরো জানিয়েছে, দেশের বিভিন্ন অংশ ছাড়াও এশিয়ার বিভিন্ন দেশ, গালফ দেশগুলোর মধ্যে যোগাযোগ বজায় রাখবে এই জিস্যাট-৩০। এই স্যাটলাইটের কাৰ্যক্ষমতা থাকবে ১৫ বছর।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.