Header Ads

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রাজ্যপালকে বাধা, গোব্যাক স্লোগান ! আচার্যকে ছাড়াই শুরু অনুষ্ঠান !!

বিশ্বদেব চট্টোপাধ্যায় 
 
ফের গোব্যাক স্লোগানের মুখে রাজ্যপাল। এদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের অনুষ্ঠানের শুরুতে রাজ্যপালের প্রবেশের সময়েই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্রছাত্রীরা। গো-ব্যাক স্লোগান দেওয়া হয়। আটকে পড়েন নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিত বন্দ্যোপাধ্যায়। পরে উপাচার্য ছাত্রছাত্রীদের প্রতিশ্রুতি দেওয়ার পরেই সমাবর্তনের অনুষ্ঠান শুরু হয়।

যাদবপুরের পর এবার কলকাতা বিশ্ববিদ্যাল। সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে বিক্ষোভে প্রথমে আটকে পড়েন রাজ্যপাল। মূলত সিএএ-র বিরোধীরাই রাজ্যপালের বিরুদ্ধে গো-ব্যাক স্লোগান দেন। আটকে যায় রাজ্যপালের গাড়ি। রাজ্যপাল বিজেপির দালাল, অভিযোগ করেন বিক্ষোভরত ছাত্রছাত্রীরা।
গাড়ি আটকে যাওয়ায় নেমে পড়েন তিনি। নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে নজরুল মঞ্চের গ্রিনরুমে নিয়ে যাওয়া হয় রাজ্যপালকে। তবে তিনি অনুষ্ঠান মঞ্চে উঠতে পারেনি। ছাত্রছাত্রীরা জানান, রাজ্যপাল ফিরে গেলেই আন্দোলন থামাবেন তাঁরা। সমাবর্তন শুরুর দু-তিন মিনিটের মধ্যেই রাজ্যপাল বেরিয়ে যান অনুষ্ঠান থেকে।
নজরুল মঞ্চের বাইরে ভিতরে স্লোগান চলতে থাকে। ছাত্রছাত্রীদের দাবি মতো উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় একটা সময় জানান, রাজ্যপাল মঞ্চে উঠবেন না। তিনিই নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিত বন্দ্যোপাধ্যায়ের হাতে সাম্মানিক ডিলিট তুলে দেবেন। দেশ বিদেশের অতিথিদের অসম্মানের কথাও জানান। সেই সময় কিছুটা শান্ত হন ছাত্রছাত্রীরা। সমাবর্তনের অনুষ্ঠান শুরু করা হয়।
অনুষ্ঠানে রাজ্যপালের পক্ষেও বেশ কয়েকজনকে স্লোগান দিতে দেখা যায়। তবে তারা ছিলেন সংখ্যায় কম।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.