Header Ads

জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় ভারতীয় নাগরিকের শিরচ্ছেদ, সন্দেহ পাক বাহিনীর দিকে

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ দুই ভারতীয় নাগরিককে হত্যা করে তার মধ্যে একজনের মাথা কেটে নিয়ে গেছে দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্ৰণ রেখার কাছে। ঘটনায় পাকিস্তানের সীমান্তরক্ষী বৰ্ডার অ্যাকশন টিম (ব্যাট)কে সন্দেহ করছে ভারতীয় সেনা। মুণ্ডহীন মৃত ব্যক্তির নাম মহম্মদ আসলাম (২৮) বলে জানা গেছে। শুক্ৰবার তাঁকে হত্যা করা হয়। আরেকজনের নাম আলতাফ হুসেন (২৩) বলে জানা গেছে।

প্ৰতীকী ছবি, সৌঃ আন্তৰ্জাল
 এই ঘটনায় ভারতের সেনাপ্ৰধান এমএম নারাভানে জানিয়েছেন- নিরাপত্তারক্ষীদের জন্য প্ৰয়োজনীয় কিছু জিনিস বয়ে নিয়ে যাওয়ার সময় কয়েকজন ভারতীয় কুলিকে লক্ষ্য করে নিয়ন্ত্ৰণ রেখার কাছে পাকিস্তানের সেনা মৰ্টার ছোড়ে। এই ঘটনায় গুলপুর সেক্টরের কাসালিয়ান গ্ৰামের বাসিন্দা মহম্মদ আসলাম ও আলতাফ হুসেন নিহত হন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। আহতদের নাম ক্ৰমে মহম্মদ সালিম(২৪), মহম্মদ সৌকা (২৮) ও নওয়াজ আহমেদ (৩৫)। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.