Header Ads

এবার থেকে জিপিএস-এর আওতায় আনা হবে গুয়াহাটি মহানগরের মিনি সিটি বাসগুলিকে

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ  গুয়াহাটি মহানগরে রাস্তায় বাস চালকদের অনিয়মতা ঠেকাতে মিনি সিটি বাসগুলিকে এবার থেকে জিপিএস-এর আওতায় আনা হবে। সংবাদ মাধ্যমকে একথা জানান- ডিটিও বাপন কলিতা। বাস চালকরা ট্ৰাফিক আইনের নিয়ম মানছে কিনা তা দেখতে মঙ্গলবার মহানগরের বেলতলা এলাকায় এক অভিযান চালান ডিটিও বাপন কলিতা। তিনি আরও জানান- ট্ৰাফিক আইন নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এবার থেকে বাস স্টপেজগুলিতে নিৰ্দিষ্ট সময়ের বেশিক্ষণ দাঁড়ানো, কিংবা মহানগরের রাস্তায় যানযটের সৃষ্টি করলে বাস চালকদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে। নজর রাখা হবে যাত্ৰীদের সুরক্ষার দিকেও। 
প্ৰতীকী ছবি, সৌঃ আন্তৰ্জাল
প্ৰসঙ্গত, গত ৯ জানুয়ারি গৌহাটি হাই কোৰ্ট রাজ্য পরিবহণ বিভাগকে মিনি সিটি বাসগুলিকে জিপিএস-এর আওতায় আনার নিৰ্দেশ দিয়েছিল। এই কাজ ছয় সপ্তাহের মধ্যে সম্পন্ন হল কি না তার ওপর নজর রাখতে নিৰ্দেশ দিয়েছে সংশ্লিস্ট দফতরকে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.