Header Ads

খেলো ইন্ডিয়া খেলোতে মহারাষ্ট্র প্রথম, অসম সপ্তম পশ্চিমবঙ্গ পিছনে থাকলো, আজ যুব মহৎ সবে ছিলেন বিবেক ওবেরয়, কাল থাকবেন গায়ক সান



অমল গুপ্ত, গুয়াহাটি : অসমের জলপরি শিবাংগী শর্মা 5টি সোনা সহ 7টি পদক পেয়ে 17 থেকে 21 বছরের   খেলো ইন্ডিয়া ইউথ গেমসে আজ রেকর্ড গড়লেন। ত্রিপুরার দীপা কর্মকারের শহরের মেয়ে প্রিয়াঙ্কা দাশগুপ্ত  জিমনেসিয়ামএ 4টি সোনা পেয়ে ত্রিপুরার দ্বিতীয় দীপাতে পরিণত হয়েছেন। দীপার প্রশিক্ষক বিশ্বজিৎ নন্দী তার পত্নী সোমা নন্দী প্রশিক্ষক প্রিয়াঙ্কার,  এরকম ঘটনার নজির কেবল ত্রিপুরাতে আছে। বিনা প্রশিক্ষক, কেবল ইউটিউবে বিশ্ব পর্যায়ের জিমন্যাস্টিকসদের খেলা দেখে গুয়াহাটির উপাসা তালুকদারকে ঘরে বসে  বাবা নিকুঞ্জ তালুকদার মা শেফালী উপাশাকে প্রশিক্ষণ দিয়েছেন 12 বছরের কন্যাকে। 28 রাজ্যের খেলোয়াড় 20টি ইভেন্টে অংশ গ্রহন করেন, 10 জানুয়ারি শুরু হয়েছিল। মহারাষ্ট্র 63টি সোনা সহ 200টির বেশি পদক পেয়ে প্রথম স্থান লাভ করে। হরিয়ানা দ্বিতীয় স্থান পেয়েছে, 47টি সোনা পেয়েছে, দিল্লি তৃতীয় স্থান পেয়েছে, পশ্চিমবঙ্গের থেকেও অসম এগিয়ে আছে। সপ্তম স্থানে আছে, 7টি সোনা সহ 47টি পদক পেয়েছে। এই খেলার বাজেট ছিল প্রায় 100কোটি টাকার, অত্যন্ত সুস্থভাবে সম্পর্ণ হয়েছে, আগামীকাল সমাপ্তি দিবসে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রখ্যাত গায়ক সান সঙ্গীত পরিবেশন করবেন। এই খেলার মধ্যে রাজ্যের 100টি কলেজের ছাত্রদের  যুব মহোৎসব অনুষ্ঠিত হলো, 19 জানুয়ারি থেকে 21 জানুয়ারি পর্যন্ত, এই মহোৎসবে শেষ দিনে সরুসোজাই ময়দানে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল বলেন, কঠোর  পরিশ্রমের কোনো বিকল্প নেই, মূল্যবোধ আর পরিশ্রমকে সামনে রেখে চলতে পারলে জীবনে সফলতা আসবেই। বিবেক ওবেরয় অসমের উন্নত খেলার পরিবেশ দেখে খুশি হন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.