Header Ads

হাফলঙে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ৭১তম প্রজাতন্ত্র দিবস পালিত হাফলঙে

 বিপ্লব দেব, হাফলং ২৬ জানুয়ারিঃ ১৯৫০ সালের ২৬ জানুয়ারি দিনেই সংবিধান কার্যকরি হয়েছিল ভারতে। আর এই ভারতীয় সংবিধানে এই পাহাড়ি জেলার উপজাতি জনগোষ্ঠীর মানুষের কল্যাণে বিশেষ ক্ষমতা প্রদান করে ষষ্ঠ তফশিলির অধীনে স্বশাসিত পরিষদ গঠন করা হয়েছিল এবং উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদই হচ্ছে ভারতের সবচেয়ে পুরনো স্বশাসিত পরিষদ বলে  উপরূক্ত মন্তব্য উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সিইএম দেবোলাল গার্লোসার। রবিবার দেশের ৭১ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকাল ৯ টায় হাফলং সরকারি বাগানস্থিত আসাম রাইফেলস খেলার মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করে সিইএম দেবোলাল গার্লোসা হাজার দেড়এক জনতার উদ্দেশ্যে ভাষণ প্রসঙ্গে বলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ সবচেয়ে পুরনো স্বশাসিত পরিষদ হওয়ার পর ও গত ৭১ বছরে যে উন্নয়নমূলক কাজ হওয়ার কথা ছিল তা হয়নি। তবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির সরকার গঠন হওয়ার পর থেকেই উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধীনে উন্নয়নের কাজ শুরু হয়েছে বলে উল্লেখ করেন দেবোলাল গার্লোসা। তিনি বলেন- ডিমা হাসাও জেলার প্রত্যন্ত গ্রাম গুলিতে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে। এমনকি প্রধানমন্ত্রী গ্রামীন সড়ক যোজনার অধীনে সড়ক নির্মাণ করা হয়েছে। এখনও অনেক জায়গায় সড়ক নির্মাণের কাজ চলছে।


 সিইএম নিজের ভাষণে বলেন দিয়ুংব্রাতে স্কিল ডেভলপম্যান্ট নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে এবং ১৭ কোটি টাকা ব্যয়ে ইকো ট্যুরিজমের কাজ চলছে উমরাংসোতে এসি এস ট্রেনিং সেন্টারের কাজ চলছে দ্রুত গতিতে। মান্দারডিসাতে ব্যাম্বু ইন্ডাষ্ট্রিয়াল পার্ক নির্মাণের জন্য ইতিমধ্যে ডিপিআর তৈরির কাজ শেষ আগামী কিছু দিনের মধ্য টেন্ডার ডাকা হবে তাছাড়া ডিমা হাসাও জেলায় মেডিক্যাল কলেজ স্থাপন করা হবে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষনা করা হয়েছে বলে মন্তব্য করেন সিইএম বলেন ডিমা সাহিত্য সভার জন্য রাজ্য সরকার ৩ কোটি টাকা মঞ্জুর করেছে। তিনি বলেন শুধু ডিমাসা নয় পাহাড়ি জেলায় বসবাস রত বিভিন্ন জাতি জনগোষ্ঠীর সাহিত্য সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে উত্তর কাছাড় পার্বত্য পরিষদ সব ধরণের সহযোগিতা করে যাবে।  এদিন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ভাষন প্রসঙ্গে সিইএম দেবোলাল গার্লোসা বিরোধী দল গুলিকে এক হাত নিয়ে বলেন ২০১৩ সালে যারা পঞ্চায়েত রাজ প্রবর্তন ও ভিলেজ কাউন্সিল গঠনের প্রস্তাব নিয়েছিল বা পোষকতা করেছিল আজ তারাই এনিয়ে রাজনীতি করছে এমনকি নাগরিকত্ব সংশোধনী আইন ও নাগা ইস্যু নিয়ে ও রাজনীতি করছে বলে মন্তব্য করেন সিইএম। এদিন দেশের ৭১ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অনান্য অনুষ্ঠানের মধ্যে ছিল স্কুল কলেজের ছাত্রছাত্রী স্কাউট গাইড ও পুলিশ ব্যাটেলিয়ান ও হোমগার্ডদের মার্চপাষ্ট সহ বিভিন্ন জাতি জনগোষ্ঠীর পরম্পরাগত লোকনৃত্য অনুষ্ঠান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.