Header Ads

জেসিবি বানানো মদনকে সরকারি সাহায্যের আশ্বাস



নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুরঃ মদন রায়। পেশায় মোটর মেকানিক। বাড়ি বদরপুরে। অর্থাভাবে বেশি লেখাপড়া করতে পারেননি। মোটরসাইকেল মেকানিকের কাজ করেন। মাস কয়েক আগে মোটরসাইকেলের পুরনো বডি ব্যবহার করে দ্রুত গতিসম্পন্ন স্পিডবোট তৈরি করে সবাইকে চমকে দিয়েছিলেন। এবার তিনি নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে তৈরি করছেন জেসিবি।এই জেসিবি  দিয়ে কাটছেন  মাটি।  এর আগে মদন  একটি হেলিকপ্টার তারপর স্পিড বোর্ড তৈরি করেছিল।  আর এখন জেসিবি তৈরী করে তাক লাগিয়ে দিয়েছে বদরপুরবাসীকে।  মদন রায়ের বাড়ী বদরপুরের প্রত্যন্ত গ্রাম বনাখআলায়। প্রাথমিক স্কুলের গণ্ডি পেরিয়ে পেটের তাগিদে করিমগঞ্জের এক গ্যারেজে বাইক মেকানিকের কাজ করে সে। আসামের এক টিভি চ্যানেলে তার প্রতিভার খবর  প্রকাশিত হলে সোসিয়াল মিডিয়ায় বেশ আলোড়নের সৃষ্টি করেছে। তার নির্মিত যন্ত্র গুলি দেখতে আসছে বিভিন্ন জায়গার লোক। খবর পেয়ে শনিবার বিজেপি রাজ্যিক উপসভাপতি বিশ্বরূপ ভট্টাচার্য, বিশ্ববরণ বরুয়া  সহ বিজেপি কর্মীরা,   করিমগঞ্জ ও বদরপুরের রাষ্ট্রীয় সয়ং সেবক কর্মকর্তারা মদন রায়ের বাড়ীতে গিয়ে তাঁর কাজ দেখে তাকে সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। বিশ্বরূপ ভট্টাচার্য  কিছু দিনের মধ্যে তাকে করিমগঞ্জের জেলাধিপতি কাছে নিয়ে যাবেন  ও মেক  ইণ্ডিয়া বা স্কিল ইণ্ডিয়া  প্রকল্প থেকে  সুবিধা পাইয়ে দেওয়ার  ব্যবস্থা করবেন বলে প্রতিশ্রুতি দেন ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.