Header Ads

বিহাড়া রামকৃষ্ণ সেবাসংঘে বিবেক জয়ন্তি পালন





বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়া : স্বামী বিবেকানন্দের ১৫৮তম জন্ম জয়ন্তি উপলক্ষে রবিবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সমগ্র বিহাড়া এলাকা পরিক্রমা করে বিহাড়া রামকৃষ্ণ সেবাসংঘ। এদিন মাইকযোগে প্রচার করা হয় বিবেকনন্দের শিকাগো ভাষনের রেকর্ডিং। বিবেকানন্দের উপর প্রাসঙ্গিক বক্তব্য রাখে স্কুল ছাত্র সিদ্ধার্থ দাস ও স্বরাজ আচার্য।  পরিক্রমা শেষে বিহাড়া রামকৃষ্ণ সেবাসংঘ প্রাঙ্গণে এক ধর্মসভা আয়োজিত হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট ছাত্র নেতা রূপম ধর ভারতকে জানার জন্য বিবেকানন্দকে জানতে হবে বলে বলেন। বিবেকানন্দের সমস্ত জীবন পজিটিভ ছিল। তিনি উপস্থিত সব শিশুদের বিবেকানন্দ সাহিত্য পড়ার আহবান জানান। রাধামাধব কলেজের অধ্যাপক ডঃ কালীপদ দাস বলেন নিজেকে সত্যিকার অর্থে উপলব্ধি করার নামই হচ্ছেভগবান দর্শন। তিনি উপস্থিত সবাইকে নিজেকে উপলব্ধি করার আহবান জানান। সভা সঞ্চালনা করেন বিহাড়া রামকৃষ্ণ সেবাসংঘের সভাপতি  নিবাস দাস। বিবেকানন্দের উপর বক্তব্য রাখার জন্য সিদ্ধার্থ দাস,রূপম ধর ও স্বরাজ আচার্যকে পুরস্কৃত করা হয়। পরিশেষে রামকৃষ্ণ শরণম সমবেত সংগীতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.