Header Ads

অসমের ডিমা হাসাও জেলায় আনন্দ উল্লাসে পালিত হল ডিমাসা জনগোষ্ঠীর কৃষি ভিত্তিক উৎসব বসুডিমা

বিপ্লব দেব, হাফলংঃ ডিমাসা জনগোষ্ঠীর কৃষি ভিত্তিক বৃহৎ উৎসব বসুডিমা সোমবার পালিত হল ব্যাপক আনন্দ উল্লাসে। সমগ্র ডিমা হাসাও জেলায় বুসুডিমা পালিত হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। কৃষি ভিত্তিক এই উৎসব প্রতি বছর ক্ষেত কৃষি করে ধান ঘরে তুলে রেখে এই বুসুডিমা উৎসবে মেতে ওঠেন ডিমাসা জনগোষ্ঠীর মানুষ। ডিমাসা সম্প্রদায়ের সবচেয়ে বড় পরব হচ্ছে এই বুসুডিমা তাই প্রতিবছর ২৭ জানুয়ারি স্থানীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করেছে অনেক আগে থেকেই উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ। বসুডিমা প্রতি বছর ২৭ জানুয়ারি থেকে শুরু হয়ে চলে এক সপ্তাহ। এই উৎসবে প্রতিটি বাড়িতে তৈরি করা হয় ডিমাসা পরম্পরাগত পানীয় জুডিমা। 


বুসুডিমাতে বিভিন্ন সুস্বাদু খাবারের সঙ্গে অতিথিদের স্বাগত জানানো হয় এই বিশেষ ধরণের পানীয় জুডিমা দিয়ে। বিশেষ করে ২৭ জানুয়ারি জেলার বিভিন্ন স্থানে বুসুডিমা উপলক্ষে আয়োজন করা হয় বিভিন্ন ধরনের ক্রীড়া ভুড়ি ভূজের সঙ্গে থাকা খ্রাম (ঢোল) ও মুড়ি (বাঁশি)-র তালে ডিমাসা জনগোষ্ঠীর পরম্পরাগত নৃত্য। এক খ্রাম মুড়ির তালে কচি কাঁচা থেকে শুরু করে যুবক যুবতী অবাল বৃদ্ধ বনিতা সবাই লোক নৃত্যে মেতে উঠেন। আর এভাবেই চলে সপ্তাহব্যাপী বুসুডিমা উৎসব। তবে এক সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় ভাবে আয়োজন করা হয় বুসু। এবার মহকুমা সদর মাইবাং দিশরু খেলার মাঠে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কেন্দ্রীয় ভাবে উদযাপিত হবে বুসুডিমা। যার দরুন মাইবাঙে কেন্দ্রীয় ভাবে বুসুডিমা উদযাপনের জন্য চলছে ব্যাপক প্রস্তুতি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.