Header Ads

সরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীকে একসাথে চারজোড়া ইউনিফর্ম ও , প্রথমবার নবম ও দশম শ্রেণীর ছাত্র ছাত্রীরা পাবে ইউনিফর্ম,

,

নয়া ঠাহর প্রতিবেদন
শিক্ষা বিভাগে পুনরায় দায়িত্ব নেবার পরে শিক্ষা মন্ত্রী হিসাবে শনিবার প্রথমবার সংবাদ সম্মেলন সম্বোধন করেন মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।জনতা  ভবনের সি এম ব্লকে হওয়া এই সংবাদ সম্মেলনে শিক্ষা বিভাগের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি। এ বছর থেকে নবম ও দশম শ্রেণীর  ছাত্রছাত্রীদের ইউনিফর্ম প্রদান করা হবে। প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীরা চার জোড়া ইনফর্ম  একসাথে পাবে। এর তিন জোড়া গতানুগতিক এবং একটি স্পোর্টিং,পেন্ট বা স্কার্ট হবে।শনিবারের জন্য । খেলাধুলা অথবা সাংস্কৃতিক
কার্যসূচির জন্য ।উল্লেখনীয় যে  উচ্চ ন্যায়ালয় মামলা চলে থাকার জন্য গত এক বছর উনিফর্ম জোগান বন্ধ হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন ।রাজ্য সরকারের স্ব অগ্রাধিকার বাজেটের থেকে ৪৪৯ কোটি টাকা ব্যয় করা হবে।প্রতিটি উনিফর্মের বাবদ ৩০০ টাকা দেওয়া হবে । এর সাথে রাজ্যের শিক্ষাক্ষেত্রে প্রথমবার দশম ও নবম শ্রেণীর ছাত্রছাত্রীকে ইউনিফর্ম প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। নবম ও দশম শ্রেণীর ছাত্র ছাত্রীকে দুজোড়া ইউনিফর্ম দেয়া হবে এই দুই শ্রেণীর জন্য একজোড়া উনিফর্মের বাবদ  ৩৫০ টাকা ধার্য করা হয়েছে।  আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ছয় মাসের ভিতর কাজ সম্পন্ন করা হবে বলে মন্তব্য করেন।মন্ত্রী শর্মা।সমগ্র কাজের জন্য  ৩০০০ কোটি টাকা ধার্য করা হবে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে ইনফর্মসমে দায়িত্বভার গ্রহণ করতে লাগবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.