Header Ads

জামিয়ায় গুলি চালানোর ঘটনায় দোষীকে ছাড় দেওয়া হবে না, টুইট করে বললেন স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ
বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে জামিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে সিএএ-র বিরুদ্ধে মিছিলকে লক্ষ্য করে যুবকের গুলি চালানোর ঘটনায় নীরবতা ভাঙলেন অৰ্থমন্ত্ৰী অমিত শাহ। এদিন সন্ধ্যায় টুইট করে তিনি বলেন-গুলি চালানোর ঘটনায় দিল্লি পুলিশের সঙ্গে তাঁর কথা হয়েছে। যুবককে ছাড় নয়। তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য নিৰ্দেশ দিয়েছেন তিনি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। দোষীকে কোনও ভাবেই রেয়াত করা হবে না। 
ছবি, সৌঃ আন্তৰ্জাল
জামিয়ার ঘটনায় ইতিমধ্যেই কেন্দ্ৰ সরকারকে নিশানায় নিয়েছে বিরোধী দলগুলি। কয়েকদিন আগেই দলের সাংসদ শাহিনবাগের আন্দোলনকে তোপ দেগে মন্তব্য করেছিলেন অনুরাগ ঠাকুর। তিনি বলেছিলেন- দেশের বিশ্বাসঘাতকদের গুলি করে মারা উচিত। তাঁর মন্তব্য এদিনের ঘটনাকে ইন্ধন যুগিয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.