Header Ads

বিশেষ স্মরণীয় মুহূর্ত !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়ঃ

মনে রাখার মতো মুহূর্ত আমার জীবনে অনেক থাকলেও বিশেষভাবে স্মরণীয় মুহূর্ত খুব বেশি নেই। ডিসেম্বরের (২০১১) এক সন্ধ্যায় মহাশ্বেতাদি (তৎকালীন পঃবঃ বাংলা আকাদেমি’র সভানেত্রী) ফোন করে বললেন, ‘বিশ্বদেব--তোমাকে এবারে বাংলা আকাদেমি সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে--তুমি তোমার অভ্যাস মতো যেন না কোরো না। তোমার রবীন্দ্র সার্ধ-শতবর্ষ সংখ্যাটা খুবই উঁচু মানের (সাহিত্য ভগীরথ) হয়েছে--এটা তারই স্বীকৃতি, ভাল কাজের স্বীকৃতি এগিয়ে যেতে প্রাণিত করে--এটা মনে রাখতে হয়।’


রীতিমতো হকচকিয়ে গিয়েছিলাম। কারণ, কোন প্রত্যাশা ছিল না, কখনো কারুর জামা-কাপড় ধরে ঝোলাঝুলিও করি নি। সব সময়ে বিশ্বাস করে এসেছি এসব সম্মান-পুরস্কার আমার জন্য একেবারেই নয়--জীবনে ভুলেও কোনও লাইনে দাঁড়িয়ে আমাকে দেখুন বলে চিৎকার করি নি। ফলে চরম বিস্ময়ের ঘোর কাটাতে কয়েক মুহূর্ত সময় লেগেছিল। ‍ব্যক্তিগত শ্রদ্ধেয় সম্পর্কের কারণেই মহাশ্বেতাদিকে ‘না’ বলার সাহস বা ধৃষ্টতা দেখাতে পারি নি। কয়েকদিন পরে উৎপল (ঝা) অফিসিয়ালি আমাকে দিনক্ষণ জানিয়ে শুভেচ্ছা জানিয়েছিল !
তারই ফলশ্রুতিতে ২০১২ সালের ১২ জানুয়ারি (আজকে সেই দিন) আমার জীবনে বিশেষ একটা স্মরণীয় দিন হিসেবে চিহ্নিত হয়ে গেল। সেদিনের অনুষ্ঠানটির আবহও ছিল এক কথায় অসাধারণ। মহাশ্বেতাদি নিজে আমার হাতে আকাদেমির সম্মান স্মারক তুলে দিয়েছিলেন। প্রচুর ছবি তুলেছিল আমার আত্মার আত্মীয় ও শিল্পী বন্ধু তপন কর। ১২ জানুয়ারি এলেই সেই বিশেষ স্মরণীয় মুহূর্তটি চোখের সামনে ভেসে ওঠে। সত্যিই সেদিন নিজেকে মহার্ঘ্য সম্মানে সম্মানিত বোধ করেছিলাম !

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.