Header Ads

জম্মু ও কাশ্মীরে আংশিকভাবে চালু ব্ৰডব্যান্ড পরিষেবা

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ টানা পাঁচ মাস ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার পর বুধবার জম্মু ও কাশ্মীরে আংশিকভাবে ব্ৰডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এখনও বন্ধ রয়েছে।
উপত্যকা থেকে সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়ার পর গত ৫ আগষ্ট থেকে বন্ধ রয়েছে ইনটারনেট পরিষেবা। 
 ছবি, সৌঃ আন্তৰ্জাল

কিছুদিন আগে সুপ্ৰিম কোৰ্ট কেন্দ্ৰ সরকারের কাছে জম্মু ও কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা কেন বন্ধ করে রাখা হয়েছে জানতে চেয়েছিল। এরপরই ধাপে ধাপে ইন্টারনেট পরিষেবা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্ৰের বিজেপি সরকার। এরপর পরিবেশ ও পরিস্থিতি খতিয়ে দেখে গোটা উপত্যকায় ইন্টারনেট পরিষেবা ফিরিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.