Header Ads

কা বিরোধী আন্দোলনের ফলে দেশ বিদেশের শিল্পপতিরা অসমে আসতে চাইছেন না জানালেন চন্দ্রমোহন পাটোয়ারী


অর্থ মন্ত্রী,  শিল্প মন্ত্রীর আশ্বাসের কয়েক ঘন্টা আগে পেপার মিল দুটির লিকুইডেটর কূলদ্বীপ বার্মা মিল দুটির গুয়াহাটি ও বুম্বাইয়ের সম্পত্তি বিক্রির বিজ্ঞপ্তি দিল

অমল গুপ্ত, গুয়াহাটি : সংগ্রাম, লাগাতার আন্দোলন অসমের সার্বিক উন্নয়নে স্তবিরতা নেমে এসেছে, রাজ্যের 22 লাখ বেকার এবং তাদের অভিভাবক বিপদে পড়েছে। বিশ্ব শিল্প বিনিয়োগ সম্মেলনে 65 হাজার কোটি টাকার   বিনিয়োগের প্রস্তাব এসেছিল, এখন অসম আন্দোলনের ফলে জ্বলছেকোটি কোটি টাকা বিনিয়োগের পরিবেশ নেই, নিরাপত্তা নেই, তাই কোনও শিল্পপতি অসমে বিনিয়োগের ঝুঁকি নিতে চাইছেন না। আজ এক সাংবাদিক সম্মেলনে শিল্প বাণিজ্য মন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারী বড় ক্ষোভের সঙ্গে একথা জানিয়ে বলেন, তিনি সবচেয়ে দুঃখী, কারণ এত কষ্ট করে বিশ্বের কোম্পানিগুলোকে বুঝিয়ে অসমে শিল্প স্থাপনে রাজি করানোর পর সবাই জবাব দিয়েছেক্ষতি কার হলো? আসু সহ কা বিরোধী আন্দোলনকারীদের প্রতি এই প্রশ্ন ছুঁড়ে দেন চন্দ্রমোহন পাটোয়ারী। তিনি বলেন, জাপানের প্রধানমন্ত্রী আবের সঙ্গে প্রধানমন্ত্রীর গুয়াহাটির বৈঠক আন্দোলনের ফলে বাতিল হয়ে গেল। জাপান সরকার অসমে 150  টি কোম্পানি খোলার আশ্বাস দিয়েছিল। অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব  শর্মা গতকাল পেপার মিলদুটির পড়ুয়া ছাত্র ছাত্রীদের আর্থিক অনুদানের কথা ঘোষণা করেছেনআজ শিল্প মন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারী আজ আবার বলেন, আবুধাবির শিল্পপতি বি আর মিত্তাল 2  হাজার টাকা বিনিয়োগ করে পেপার মিল দুটি অধিগ্রহণ করার আগ্রহ প্রকাশ করে ছিলেনকিন্ত এখন জানিয়েছে অসমের বর্তমান অগ্নিগর্ভ পরিস্থিতিতে তা আর সম্ভব নয়। অর্থমন্ত্রী, শিল্প মন্ত্রী হয়তো জানেন না, গতকালই লিকুইডে টর  কুলদীপ বার্মা এক বিজ্ঞপ্তি জারি করে গুয়াহাটি এবং বুম্বাই এর পেপার মিলের সব সম্পত্তি বিক্রি করার কথা  জানিয়েছেন। আজ পেপার মিলের ইউনিয়নের নেতা মানবেন্দ্র চক্রবর্ত্তী বলেন, এর পরেও কি পেপার মিল দুটি খুলবে আশা করতে পারেন?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.