Header Ads

CAA যতক্ষণ না বন্ধ হচ্ছে ততক্ষণ সংগ্রাম চালানোর হুঙ্কার মমতার !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়ঃ

'আগুন নিয়ে খেলবেন না ', সরাসরি মোদী সরকারকে এভাবেই আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাজা বাজার থেকে মল্লিকবাজার পর্যন্ত পদযাত্রায় পা মিলিয়ে ফের একবার চেনা ছন্দে তিনি নাগরিকত্ব আইন ইস্যুতে তোপ দাগেন কেন্দ্রের বিজেপির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে। 

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে ফের একবার মোদী সরকারের বিরুদ্ধে আওয়াজ উঠে আসে কলকাতার মহামিছিল থেকে। তৃণমূলের তরফে আয়োজিত আজকের পদযাত্রায় দলের সমর্থকদের সঙ্গে পা মেলানোর আগে, রীতিমতো নাগরিকত্ব ইস্যুতে বিজেপিকে নিশানায় রাখেন মমতা। তিনি বলেন, যতক্ষণ না পর্যন্ত নাগরিকত্ব আইন রুখছে এই সংগ্রাম চলবে।
প্রসঙ্গত , নাগরিকত্ব ইস্যুতে এদিন পঞ্চমবার পথে নেমে তিনি বলেন, কর্ণাটকে ইয়েদুরাপ্পা সরকার পুলিশের গুলিতে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে বলেও তা স্থগিত রাখে। ফলে বিজেপির অবস্থান বোঝাই যাচ্ছে, বলে কটাক্ষ করেন মমতা।
উল্লেখ্য, বিজেপি শাসিত কন্নড় সরকার জানিয়ে দিয়েছে, হিংসায় মৃতরা যদি হিংসার সঙ্গে জড়িত থাকেন,তাহলে তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে না।
এদিন তিনি কানপুর আইআইটি ও জামিয়া মিলিয়া ইসলামিয়ায় যে ছাত্র বিক্ষোভ হয়েছে তার পাশে রয়েছেন বলে জানান। প্রসঙ্গত, জামিয়া মিলিয়া ইসলামিয়া এক সপ্তাহ আগেই অগ্নিগর্ভ হয়ে ওঠে নাগরিকত্ব ইস্যুতে প্রতিবাদের জেরে। একইভাবে নাগরিকত্ব ইস্য়ুতে উত্তপ্ত হয় কানপুর আইআইটি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.