Header Ads

মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের ওয়াক আউট



নয়া ঠাহর প্রতিবেদন
আজ বিধানসভায় মূল্যবৃদ্ধি নিয়ে কংগ্রেসের অজন্তা নেওগ অত্যাবশকীয় সামগ্রীর আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি নিয়ে আলােচনার দাবি জানান। তিনি রাজ্যের অত্যাবশকীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি রােধে সরকারের ব্যর্থতার নজির তুলে ধরেন। জ্বালানি তেল থেকে শুরু করে শাক-সজি, চাল, লবণ, তেল, আলু, রসুন, পেঁয়াজ মূল্যবৃদ্ধির নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযােগ তােলেন। কমলাক্ষ দে পুরকায়স্থ, আমিনুল ইসলাম, রেকিবুদ্দিন আহমেদ প্রমুখ কংগ্রেস-এআইইউডিএফ একই অভিযােগ তােলেন। খাদ্য সরবরাহ মন্ত্রী ফণিভূষণ চৌধুরী ২০১৬-র নথিপত্র তুলে ধরে দাবি করেন সে সময়ের থেকে বর্তমানে পেঁয়াজ ও অন্যান্য সামগ্রীর কম আছে। প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেসের সদস্যরা এবং পরিশেষে ওয়াকআউট করেন। বিধানসভায় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনােয়াল উজান অসমে ঘরােয়া এক মাঙ্গলিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানেও একাংশ আন্দোলনকারী বিক্ষোভ দেখায়। সে কথা উল্লেখ করে বলেন, অসমে জাতির এক সম্মান ছিল তা আজ বিনষ্ট হয়েছে। লজ্জানত হতে হয়েছে। অধ্যক্ষ হিতেন্দ্রনাথ গােস্বামী বলেন, রাজ্যের প্রধান হচ্ছে মুখ্যমন্ত্রী। তার মান মর্যাদা সদায় রক্ষা করা আমাদের অন্যতম কর্তব্য। তা আমরা ভুলে গেছি। এই কাজ আর যেন ভবিষ্যতে না হয় তা সুনিশ্চিত করার দায়িত্ব আমাদের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.