Header Ads

বিমুদ্রাকরণ, জি এস টি র ফলে ভারতমাতা দুর্বল হয়ে গেছে, অর্থনীতি ভেঙে পড়েছেঃ রাহুল গান্ধী



অমল গুপ্ত, গুয়াহাটিঃ বিমুদ্রাকরণ, জি এস টি র ফলে ভারতমাতা দুর্বল হয়ে গেছে, দেশের অর্থনীতি ভেঙে পড়েছে, বিগত ৪৫ বছরে দেশের অর্থনীতি এত খারাপ হয়নি। বছরে ২ কোটি বেকারকে চাকরী দেওয়ার  প্রতিশ্রুতি বেমালুম ভুলে গিয়ে প্রধানমন্ত্রী দেশকে ‘কা’ নামে বিভাজনের খেলায় মেতেছেন। আজ গুয়াহাটি খানাপাড়া ময়দানে এক বিশাল জনসভায় কংগ্রেস দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী একথা বলেন। অসমের মানুষের পাশে থাকার  প্রতিশ্রুতি দিয়ে কংগ্রেস দলের সর্বভারতীয় নেতা বলেন, ‘বিজেপি, নাগপুর, আর এস এস কে দিয়ে অসম কে চালাতে দেব না, অসমের জনগণ অসম চালাবে’। বলেন, আগে বার বার বলেছিলাম, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের শান্তি বিনষ্ট হবে। এখন তা প্রমাণ হয়ে গেল, আন্দোলন চলছে,গুলি চলেছে,  মৃত্য পর্যন্ত হচ্ছে, বিজেপি এই সব কিছুই শুনতে চায় না। তাদের কেবল বিভাজন লাগে। ‘কা’ আটকাবার জন্যে আমরা সংসদে লড়াই করেছিলাম। রাহুল বলেন, আসাম চুক্তি র পর অসমে শান্তি এসেছিল। কিন্তু বিজেপি শান্তি চায় না। হিংসা চায়, সারা দেশ জ্বলছে। রাহুল গান্ধী কয়েকঘন্টার জন্যে অসমে এসে আজই ফিরে যান। ‘কা’ বিরোধী আন্দোলনে নিহত হাতীগাঁও এর ছাত্র সেমস স্টেফার্ড এবং ছয়গাঁও এ নিহত যুবক দীপাঞ্জল দাসের বাড়ি যান  শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা ঞ্জাপন করেন। এই ঘটনায় চার জন মারা গেছেন। আজকের সভায় রাজ্য সভাপতি রিপুন বরা, প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈই, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী ভূমিধর বর্মণ, অসমে দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক হরিশ রাউত, দেবব্রত সইকিয়া, সাংসদ গৌরব গগৈই, আব্দুল খালেক, রকিবুল হোসেইন প্রমুখ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.