অসম টুকরো টুকরো হওয়ার দিকে এগোচ্ছে সরকার, আন্দোলনকারীরা একবারও অসমের বিভাজনের কথা চিন্তা করছে নাঃ ব্রজেন মহন্ত
অমল গুপ্ত, গুয়াহাটীঃ অসমে ‘কা’ বিরোধী আন্দোলন অব্যাহত আছে। রাজ্য জুড়ে আন্দোলন চলছে। অসম চুক্তির ৬ নম্বর ধারা সংশোধন ঘটিয়ে খিলাঞ্জিয়া ভূমিপুত্রর ভাষা কৃষ্টি, ভূমির অধিকার, কর্মসংস্থান এর অধিকার সুনিশ্চিত করতে চাইছে সরকার কিন্তু খিলঞ্জীয়ার সঞ্জা নির্ণয় হয় নি। এক উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে বাঙালি হিন্দু জনগোষ্ঠীর প্রতিনিধি কে অন্তভুক্ত করা হয় নি, বাঙলি মুসলিম জনগোষ্ঠীকে স্থান দেওয়া হয় নি। নাগরিক অধিকার সুরক্ষা সমিতি অভিযোগ করেছে ৩৬ বছর পর অসম চুক্তির ৬ নম্বর ধারা কার্যকর করতে গিয়ে রাজ্যের বাঙালিদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক এ পরিণত করার চক্রান্ত চলেছে। সুরক্ষা সমিতির কেন্দ্রীয় সম্পাদক প্রধান সাধন পুরকায়স্থ এই অভিযোগ করেছেন। আজ বি টি ডি এ র সেরফ্যাংগুড়ি তে আবসুর ৫২ তম অধিবেশনে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অসম বিধানসভার অধ্যক্ষ হিতেন্দ্র নাথ গোস্বামী, উপজাতি সংঘের নেতা আদিত্য খাগলারি প্রমুখ উপস্থিত ছিলেন। আবসু সভাপতি প্রমোদ বড়ো সহ অন্যান্য বড়ো জনগোষ্ঠীর নেতারা অসম চুক্তির ৬ নম্বর ধারা বিরোধিতা করেন। বিজেপি সরকারের শরিক দল বি পি এফ ‘কা’ কে সমর্থন করেছে, ৬ নম্বর ধারার বিরোধিতা করে আবসু নেতারা বলেন, বড়ো মাধ্যমের কোনো বিদ্যালয়ে তারা অসমীয়া ভাষা র বিষয় চালু করতে দেবে না। এই সভায় বিধানসভা র অধ্যক্ষ হিতেন্দ্র নাথ গোস্বামী ছাত্র ছাত্রী দের পড়াশুনার মধ্যে নিজেদের জীবন গড়ার আহ্বান জানিয়ে বলেন, প্রতিভা বিকাশে জীবনের এক রোল মডেলের প্রয়োজন আছে। অবড়ো সুরক্ষা সমিতি আজ অসম সরকারের ক্যাবিনেট প্রস্তাবের বিরুদ্ধে অসম বন্ধ এর ডাক দিয়েছিল। এই সমিতির রাজনৈতিক দল গণ সুরক্ষা দলের উপদেষ্টা ব্রজেন মহন্ত বলেন, বড়দিন উপলক্ষে বন্ধ প্রত্যাহার করা হয়। বলেন অসম সরকার বরাক উপত্যকা, বি টি এ ডি এবং দুই পার্বত্যাঞ্চলে পৃথক ভাষা স্বীকার করে নিয়ে মান্যতা প্রদান করেছে। এর ফলে অসমকে আরু টুকরো করলো আরো ছোট হবে। মিসিং, তিওয়া ও রাভা হাসং সংবিধানের ৬ নং দফা অনুযায়ী বি টি এ ডি-র মত স্বশাসিত অঞ্চলে পরিণত করা হলে দুধনৈ, লাখিমপুরের গগামুখ ও মরিগাঁও সরে যাবে আরও ছোট হবে অসম, তার বিরুদ্ধে আজ বন্ধ ডাকা হয়েছিল। আবসু অসম চুক্তি র ৬ নম্বর মানতে চাইছে না। ইতিমধ্যে বড়ো জনগোষ্ঠী সাংবিধানিক ভাবে বড়ো ভাষা পেয়েছে। এখন পৃথক রাজ্যের জন্যে লড়াই করছে। অপরদিকে বি পি এফ ও হাত গুটিয়ে বসে নেই, কেন্দ্রীয় শাসিত অঞ্চলের জন্যে বি টি সি প্রধান হাগ্রামা মহিলারিরা লাগাতার ভাবে কেন্দ্রের সঙ্গে আলোচনা করছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পদস্থ অফিসার মাথুর বলেছেন, পৃথক রাজ্যের দাবি নিয়ে আলোচনা ভালো ভাবে এগোচ্ছে। অবড়ো জনগোষ্ঠীর নেতা ব্রজেন মহন্ত বলেন, অসম টুকরো টুকরো হওয়ার দিকে এগোচ্ছে, সরকার এবং আন্দোলনকারীরা একবার অসমের বিভাজনের কথা চিন্তা করছে না।









কোন মন্তব্য নেই