Header Ads

মুখ্যমন্ত্রী-রাজ্যপাল সংঘাত ফের চরমে পৌঁছুল বাজপেয়ীর ছবি উদ্বোধন নিয়ে !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়ঃ

রাজ্য-রাজ্যপাল সংঘাত ফের চরমে উঠল। এবার সংঘাত বাজপেয়ীর ছবি উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ নিয়ে। মুখ্যমন্ত্রী ফের সাড়া দিলেন না রাজ্যপাল জগদীপ ধনখড়ের আমন্ত্রণে। 

এর আগেও একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় এড়িয়ে গিয়েছেন রাজ্যপালকে। এবার রাজ্যপালের আমন্ত্রণ অস্বীকার করতেই রাজ্যপাল ক্ষোভ উগরে দিলেন। বড়দিনেও সংঘাতের সুর চড়ালেন রাজ্যপাল।
রাজ্যপাল এদিন সাংবাদিক সম্মেলন করে রীতিমতো নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর রাজনৈতিক কেরিয়ারে অনেক আবদান রয়েছে অটলজির। তাই আমি ওনাকেই আমন্ত্রণ জানিয়েছিলাম। আর এই আণন্ত্রণের বড় কারণ ছিল মমতা বাজপেয়ীর স্নেহধন্য ছিলেন।
রাজ্যপাল বলেন, অনেককেই বাজপেয়ীর ছবি উদ্বোধনে ডাকতে পারতাম। অন্যদের ডাকলে তাঁরা নিজেরাই সম্মানিত বোধ করতেন। কিন্তু মুখ্যমন্ত্রীকে ডাকলাম বিশেষ কারণেই। তিনি কোনও সাড়া দিলেন না। তাই ক্ষোভ চেপে রাখতে না পেরে রাজ্যপাল সামলোচনায় বিদ্ধ করলেন মুখ্যমন্ত্রীকে।
জগদীপ ধনখড় বাংলার রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্যের সঙ্গে সংঘাত বেড়েই চলেছে। প্রতিদিনই সংঘাত চরমে উঠেছে। সেই বাবুল সুপ্রিয়কে ঘেরাও মুক্ত করা থেকে শুরু, তারপর নানা ইস্যুতে বিতর্ক চরমে উঠেছে। যাদবপুরে সমাবর্তন বিতর্ক মঙ্গলবার পর্যন্ত চরমে ছিল, এখন সেই তালিকায় যুক্ত হল অটলবিহারী বাজপেয়ীর ছবি উদ্বোধন বিতর্ক।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.