Header Ads

বদরপুরে এটিএম জালিয়াতি, অ্যাকাউন্ট থেকে গায়েব টাকা

অনিন্দ্য ভট্টাচার্য, বদরপুর : ফের এটিএম জালিয়াতি। বদরপুর থানার মালুয়া জলালপুর গ্রামের নুরুল হক নামের এক সাইকেল মিস্ত্রির একাউন্ট থেকে গায়েব ২২ হাজার টাকা। কয়েক দিন আগে বদরপুর টাইটেল মাদ্রাসার কাছে এসবিআই এটিএম থেকে টাকা তুলতে যান  নুরুল। এটিএমের সামনে একটি অপরিচিত ছেলেকে দেখে সাহায্যের জন্য বলেন। ছেলেটি নুরুলকে সাহায্য করে এটিএম কার্ড বদল করেন। পরের দিন নুরুলের মোবাইল এসএমএস আসে টাকা তোলার। এসএমএস দেখে নুরুলের মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। সঙ্গে সঙ্গে তিনি বদরপুর এসবিআই ব্যাঙ্কের এটিএম ম্যানেজারের কাছে বার বার লিখিতভাবে আর্জি জানিয়েও মেলেনি সুরাহা। অবশেষে বাধ্য হয়ে বদরপুর থানায় এক মামলা দায়ের করেন নুরুল। 
বদরপুর পুলিশ তদন্ত শুরু করেছে। এদিকে এটিএম থেকে টাকা তুলতে অনেকেই ভয় পাচ্ছেন।কারণ এখান থেকে বহুবার টাকা ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছে।বারবার কর্তৃপক্ষকে জানিয়েও কোনও ফল হয়নি। এমনকি এটিএম এর সিসিটিভি থেকে দরজা সবই ভাঙা। গ্রাহকরা ভিতরে টাকা তুলতে গেলে যে নিরাপত্তারক্ষী থাকার কথা সেও প্রথম থেকেই নেই।  যারা টাকা তুলতে আসে তারা আতঙ্কে থাকে। আমরা সার্ভিস চার্জ দিচ্ছি তা সত্ত্বেও ব্যাঙ্ক কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নিচ্ছে না কেন প্রশ্ন তাদের। প্রতিবেদন লেখা পর্যন্ত বদরপুর এসবিআই ব্যাঙ্কের শাখা ম্যানেজার কাছে  থেকে এ সংক্রান্ত কোন প্রতিক্রিয়া জানা যায়নি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.