Header Ads

হায়দরাবাদ এনকাউন্টারের বিচার বহির্ভূত ঘটনার নিন্দা করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি


য়া ঠাহর ওয়েব ডেস্কঃ  হায়দরাবাদে ধর্ষণ ও খুনের মামলায় চার অভিযুক্তের এনকাউন্টার ঘটনার গোটা দেশে বিতর্কের ঝড় উঠেছে। শনিবার বিচার বহির্ভূত এই ঘটনার নিন্দা করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে। 
ছবি, সৌঃ ইন্টারনেট
যোধপুরে হাইকোর্টের একটি নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে বোবদে বলেন - ' ধর তক্তা বিচার হয় না। বিচার এমনো হওয়া উচিত না, যা দেখে মনে হতে পারে কারো ওপর প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে।  কারণ তা যদি মনে হয় তবে সেই বিচার প্রক্রিয়া তার চরিত্র হারিয়ে ফেলে। সেটা শুধু প্রতিশোধ নেওয়াতেই পর্যবসিত হয়। ' প্রধান বিচারপতির এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
তবে বিচার ব‍্যবস্থা দীর্ঘ হওয়ার জন‍্য অনেকেই আইন আদালতের ওপর আস্থা হিরিয়ে ফেলেছেন।  মানুষের সেই ক্ষোভ যে অমূলক নয় সেকথাও প্রকারান্তরে স্বীকার করেন তিনি।
প্রধান বিচারপতি বোবদে বলেন - এটা ঠিক যে বর্তমানে ফৌজদারি ব‍্যবস্থা ত্রুটিপূর্ণ। প্রক্রিয়াগত দীর্ঘসূত্রিতা রয়েছে। তা যে শোধরানো দরকার সে ব‍্যপারে কোনও সন্দেহ নেই। তাই প্রযুক্তির ব‍্যবহার ও বিকল্প ব‍্যবস্থার মাধ‍্যমে দ্রুত বিরোধ নিষ্পত্তির পথও খুঁজতে হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.