Header Ads

লোকসভায় ক্যাব পাশ হওয়ার পর থেকে অশান্ত হয়ে উঠেছে ত্ৰিপুরা, বিভিন্ন জায়গায় ঘটেছে বিক্ষিপ্ত হিংসা

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ সোমবার লোকসভায় নাগরিক সংশোধন বিল পাশ হওয়ার পর থেকে প্ৰতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে অসম, ত্ৰিপুরা সহ উত্তরপূৰ্বাঞ্চলের বেশ কয়েকটি রাজ্য। মঙ্গলবার নেসোর ডাকা বনধের সৰ্বাত্মক প্ৰভাব পড়ে ত্ৰিপুরায়। ক্যাব-এর বিরুদ্ধে এদিন ত্ৰিপুরার বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটেছে। এদিন ওই রাজ্যের কাঞ্চনপুর এলাকায় ক্যাব সমৰ্থকরা স্থানীয় সংগঠন আইপিএফটি (ইন্ডিজেনাস পিপল ফ্ৰন্ট অব ত্ৰিপুরা) অফিসে ভাঙচুর করে। আনন্দ বাজার এলাকায় বিভিন্ন দোপান পাট ভাঙচুর করে। এরপর কিছুক্ষণের মধ্যেই ক্যাব বিরোধীরা সমৰ্থকদের ওপর পাল্টা হামলা চালায়। 

ছবি, সৌঃ আন্তৰ্জাল
লোকসভায় বিলটি পাশ হওয়ার পর থেকে মঙ্গলবার সকাল থেকেই অশান্ত হয়ে ছিল আগরতলা। পরিস্থিতি নিয়ন্ত্ৰণে আনতে কড়া করে তোলা হয় পুলিশি নিরাপত্তা। পরিস্থিতি সামলাতে ত্রিপুরায় ৪৮ ঘণ্টার জন্য বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.