Header Ads

দেশের নতুন সেনাপ্ৰধানের দায়িত্বভার নিলেন মনোজ মুকুন্দ নারাভানে

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ দেশের সেনাপ্ৰধানের পদ থেকে মঙ্গলবার অবসর নিলেন সেনাপ্ৰধান জেনারেল বিপিন রাওয়াত। সে জায়গায় দেশের নতুন সেনাপ্ৰধান হলেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। এর আগে তিনি ভারতীয় সেনাবাহিনীর উপপ্ৰধানের দায়িত্ব সামলেছেন। গতকালই ‘চিফ অব ডিফেন্স স্টাফ’পদে বিপিন রাওয়াতের নাম ঘোষণা করে কেন্দ্ৰ। এদিন বিদায় অনুষ্ঠানের শেষে প্ৰাক্তন সেনাপ্ৰধান ও বৰ্তমানে দেশের ‘চিফ অব ডিফেন্স স্টাফ’বিপিন রাওয়াত বলেন- সেনাপ্ৰধানের পদে লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে আদৰ্শ। তিনি দেশের প্ৰতিরক্ষাকে এক অন্য মাত্ৰায় নিয়ে যাবেন বলে আশা প্ৰকাশ করেন। 
ছবি, সৌঃ ইন্টারনেট
মনোজ মুকুন্দ নারাভানে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (পুণে) ও ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি (দেহরাদূন) প্ৰাক্তনী। চেন্নাইয়ের মাদ্ৰাজ ইউনিভাৰ্সিটি থেকে ডিফেন্স স্টাডিজে মাস্টাৰ্স করেন তিনি। পরবৰ্তীকালে ইনদওরের দেবী অহিল্য বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজে এমফিল করেন। কৰ্মজীবনে ৩৭ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর।  সুদীর্ঘ কর্মজীবনে দেশের সেবা ও কর্তব্যনিষ্ঠার জন্য লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারাভানেকে সেনাপদক (২০১৫), বিশিষ্ট সেবা পদক, অতি বিশিষ্ট সেবা পদক (২০১৭) এবং পরম বিশিষ্ট সেবা পদক (২০১৯) সম্মানে ভূষিত করা হয়। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.