Header Ads

‘কা’-এর বিরুদ্ধে প্ৰতিবাদের জের, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ১০০০ পড়ুয়ার বিরুদ্ধে মামলা দায়ের

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ উত্তরপ্ৰদেশের আলিগড় বিশ্ববিদ্যালয়ের ১০০০ পড়ুয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হল। তাদের বিরুদ্ধে শিক্ষাপ্ৰতিষ্ঠানের চত্বরে হিংসাত্মক কাৰ্যকলাপ, পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়া, সরকারি সম্পত্তি নষ্ট করা সমেত একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।
‘কা’ ও এনআরসি-র বিরুদ্ধে প্ৰতিবাদের ঢেউ উঠেছিল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে। 
 ছবি, সৌঃ আন্তৰ্জাল

দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ৰছাত্ৰীদের ওপর পুলিশের লাঠিচাৰ্যের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন আলিগড়ের বিদ্যাৰ্থীরা। গত ১৫ ডিসেম্বর সন্ধ্যে ৮ টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে মানব শৃঙ্খল করে বিদ্যাৰ্থীরা ধৰ্মীয় উস্কানীমূলক মন্তব্য করছিল বলে অভিযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ৰ সমাজ, অধ্যাপক, কৰ্মচারীরা মিলে ক্যাব-এর বিরুদ্ধে প্ৰতিবাদ করে দীৰ্ঘ মানববন্ধন তৈরি করেছিলেন। শান্তিপূৰ্ণ প্ৰতিবাদ ২৪ ঘন্টার মধ্যেই হিংসাত্মক আন্দোলনে বদলে যায়। পড়ুয়া ও পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ হয় কলেজ চত্বরে। পুলিশ প্ৰতিবাদী ছাত্ৰদের ওপর লাঠিচাৰ্জ করে। আন্দোলনকারীদের ছত্ৰছিন্ন করতে তাদের ওপর কাঁদানে গ্যাস ও জলকামান চালানো হয়। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.