Header Ads

লিফ' র আর্ট কম্পিটিশনে বদরপুরে ব্যাপক সাড়া

নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুর : "মাই রাশিয়া" এই থিমের উপর ছবি আঁকলো বদরপুর কাটিগড়ার নব্বই জন খুদে শিল্পী। ইন্দো - রাশিয়া সহযোগিতায় "রাইস"  সংস্থার পক্ষ থেকে রেল শহর বদরপুরে  ' লিফ ম্যাগাজিনে'র উদ্যোগে গত ২২ ডিসেম্বর কলাইরবন্দ বুনিয়াদি বিদ্যালয়ে এই ছবি আঁকার প্রতিযোগিতা হয়ে ছিল। 
রাশিয়ার জীবনযাত্রা বা পরিবেশ ছিল ছবির বিষয় বস্তু। সারা দেশ জুড়েই এই প্রতিযোগিতা হচ্ছে।উল্লেখ্য রাশিয়াতেও একই ভাবে মাই ইন্ডিয়া বা ভারতীয় জীবনযাত্রা বা পরিবেশ নিয়ে ছবি আঁকার প্রতিযোগিতা হচ্ছে। ছয়টি গ্রুপে ষোল বছর পর্যন্ত বয়সের বদরপুরের নব্বই জন প্রতিযোগীর ছবি বিচারের জন্য কলকাতা পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি কলকাতা বইমেলাতে এই প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হবে। প্রথম একশো কুড়ি জনের ছবি পরবর্তীতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাঠানো হবে বলে জানিয়েছেন  বদরপুরের আয়োজক সোমা রায় ধর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.