Header Ads

রামকৃষ্ণনগর জেলা ক্রীড়া সংস্থার রামকৃষ্ণ নগর উৎসব ২০১৯ আয়োজিত

নয়া ঠাহর প্রতিবেদন, হাইলাকান্দি : গত ২৭ ও ২৮ ডিসেম্বর রামকৃষ্ণ নগরে দুদিন ব্যাপী "রামকৃষ্ণ নগর উৎসব-২০১৯" আয়োজন করলো রামকৃষ্ণ নগর জেলা ক্রীড়া সংস্থা। উৎসবটির প্রথম দিন অর্থাৎ ২৭ ডিসেম্বর স্থানীয় রামকৃষ্ণ বিদ্যাপীঠ স্কুল প্রাঙ্গণে এই উৎসবের উদ্বোধন করেন রামকৃষ্ণ নগরের প্রবীণ শিক্ষাবিদ ধীরেন্দ্র কুমার মহন্ত। তাছাড়া, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জের জেলাশাসক এম. পি. আনম্বামাথুন, সাংসদ কৃপানাথ মালাহ, রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার (লক্ষন) প্রমুখ।  উৎসবে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়।  উল্লেখ্য, পৌষের হাড়কাঁপানো শীত আর গুড়িগুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে উৎসব প্রাঙ্গণে নানা স্বাদের নাচ, গান ইত্যাদি অনুষ্ঠান  উপভোগ করতে ভীড় জমান শহরবাসী।  
তাছাড়া, দ্বিতীয় দিন তথা শেষ দিনের অনুষ্ঠানে  ও একই ভাবে ভীড় পরিলক্ষিত হয়। শহরবাসী খুব জাঁকিয়ে পুরো অনুষ্ঠান উপভোগ করেন এবং উপস্থিত সকলেই রামকৃষ্ণ নগর জেলা ক্রীড়া সংস্থার সকল সদস্যদের ভূয়শী প্রশংসা তথা সাধুবাদ জানান এ রকম একটা উৎসব আয়োজন করার জন্য।  অনুষ্ঠান শেষে রামকৃষ্ণ নগর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হিমাংশু শেখর দেবরায়, সাধারণ সম্পাদক সৈকত দত্ত চৌধুরী, উৎসব পরিচালনা কমিটির সভাপতি মৃগাৎক দত্ত চৌধুরী, সাংস্কৃতিক বিভাগের সভাপতি ধনঞ্জয় নাথ ও উৎসব পরিচালন কমিটির সচিব তথা আহ্বায়ক শেখর চক্রবর্তী প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন এবং অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে উৎসবের সমাপ্তি ঘোষণা করেন।

No comments

Powered by Blogger.