Header Ads

পাকিস্তানিরা বড় মনের,দানিশ কান্ডে মুখ খুললেন ইনজামাম


ব্রততী সেন দাস ২৯ শে ডিসেম্বর: প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতারের একটি মন্তব্যের জেরে ক্রিকেট মহল উত্তাল।দু দিন আগে ঐ প্রাক্তনী বলেছিলেন দানিশ কানোরিয়া হিন্দু বলে তাঁর টিমের সতীর্থরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করতেন।এই মন্তব্যের বিরুদ্ধে মুখ খুললেন প্রাক্তন পাকিস্তানি অধিনায়ক ইনজামাম উল হক।একটি সাক্ষাৎকারে তিনি জানান," এই ধরনের কথা খুব ক্ষুদ্র মানসিকতার পরিচায়ক।পাকিস্তানিরা বড় মনের হয়।এই মন্তব্যের মধ্যে কোন সত্যতা নেই,দানিশের সঙ্গে এমন ঘটনা কখনও ঘটেনি।"
এক টেলিভিশন সাক্ষাৎকারে রাওলপিন্ডি এক্সপ্রেস অর্থাৎ প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতার বলেন পাকিস্তানি ক্রিকেটাররা হিন্দু বলে দানিশ কানোরিয়ার সঙ্গে খারাপ ব্যবহার করতএক টেবলে বসে খেত না।এই প্রসঙ্গ উল্লেখ করে ইনজামাম বলেন," এই বক্তব্যের কোন সত্যতা নেই,২০০৫ এর আগে একটি সংস্থার শুটিং এর জন্য আমি কলকাতায় গেছিলাম।সে সময় আমি আর শচীন তেন্ডুলকর সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেস্তোরাঁয় গেছিলাম।পরে সৌরভ আমার জন্য খাবার পাঠালে আমি সেটা খেয়েওছিলাম।"   

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.