Header Ads

অসম চুক্তির ৬ নং ধারাকে রাজ্যে চাপিয়ে দেওয়ার চেষ্টা


হিল্লোল ভট্টাচার্য, 24 ডিসেম্বরঃ গতকাল সি আর পি সি'র কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা এডভোকেট হাফিজ রশীদ চৌধুরী, সি আর পি সি সি, আসাম এর কেন্দ্রীয় কমিটির সভাপতি তপোধীর ভট্টাচার্য, সি আর পি সি  সম্পাদক প্রধান সাধন পুরকায়স্ত, আসাম নাগরিক মঞ্চের  সভাপতি যথাক্রমে নীলাদ্রি রায় , আইনজীবী আব্দুল হাই  লস্কর, আকসা'র কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা  রূপম নন্দী পুরকায়স্ত, হিউম্যানিটি ফাউন্ডেশনের সভাপতি সিহাব উদ্দিন আহমেদ, সি আর পি সি সি'র আসাম এর কাছাড় জেলা কমিটির সভাপতি  প্রাক্তন শিক্ষক অধ্যাপক নিরঞ্জন দত্ত, সুব্রত চন্দ্র নাথ, অধ্যাপক অজয় রায়, সি আর পি সি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সমীরণ চৌধুরী , সি আর পি সি'র সদস্য  মনজুল হক মজুমদার   সহ বিশিষ্ট ব্যক্তিরা এক যৌথ সভায় শিলচরের আবর্ত ভবনে সংবাদ মাধ্যমে সামনে যৌথ বিবৃতিতে বলেন যে 
আসাম চুক্তির ৬ নং ধারাকে রাজ্যে সুকৌশলে বলবৎ করার নামে আসামের লক্ষ লক্ষ বাংলাভাষী সহ ভাষিক সংখ্যালঘুদের সাংবিধানিক, সাংস্কৃতিক,ভাষিক ও সম্পত্তির অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে । তারা এই পদক্ষেপের বিরুদ্ধে বরাক উপত্যকার জনগণকে দল, মত, নির্বিশেষে একযোগে প্রতিবাদে সোচ্চার হতে আহ্বান জানান । তারা এও বলেন যে আসাম চুক্তির ৬ নং ধারাকে রাজ্যে চাপিয়ে দিতে যে কমিটি গঠন করা হয়েছে তাতে বাংলাভাষী সহ   রাজ্যের ভাষিক সংখ্যালঘুদের কোন প্রতিনিধি রাখা হয়নি । এ থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে রাজ্যের উগ্র-প্রাদেশিকতাবাদি শক্তির দোসর হয়ে এই কমিটি কাজ করছে, এদের চক্রান্ত বাস্তবায়িত হলে বাংলা ভাষী সহ অন্যান্য ভাষিক গোষ্ঠীর মানুষ দ্বিতীয় শ্রেণীতে পরিণত হবে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.