Header Ads

সিএএ ও এনআরসি-র ফলে বাংলাদেশে অনুপ্রবেশ করলে তাঁকে আইনি প্রক্রিয়া মেনেই ফেরত পাঠাবো : মোমেন



নকুল রায়, 27 ডিসেম্বরঃ ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও এনআরসি ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারতে বসবাসকারী কেউ সীমান্তে এলে এবং তিনি যদি জন্মসূত্রে বাংলাদেশি হন তাহলে তাঁকে গ্রহণ করা হবে, না হলে তাকে ফেরত পাঠানো হবে বুধবার বিকেলে বাংলাদেশের সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবনে "নগর এক্সপ্রেস বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন এছাড়াও সিএএ ও এনআরসি-র ফলে কেউ বাংলাদেশে অনুপ্রবেশ করলে তাঁকে আইনি প্রক্রিয়া মেনেই ফেরত পাঠানো হবে বলেও জানিয়েছেন
এদিন মোমেন বলেন, ভারত সরকার আমাদের বার বার বলছে, তারা কাউকে জোর করে বাংলাদেশে পাঠাচ্ছে না আর আমরা সেই পরিপ্রেক্ষিতে ভারত সরকারকে বলেছি, আমাদের কেউ যদি অবৈধভাবে থেকে থাকেন তা হলে আপনারা আমাদের জানান আমাদের একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর রয়েছে তাদের ফেরত নেওয়ার আমরা আমাদের প্রত্যেক নাগরিককে অবশ্যই নিয়ে আসব
বিদেশমন্ত্রী বলেন, ভারত এমন কিছু করবে না যাতে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় এমন প্রতিশ্রুতিই দিয়েছে নয়াদিল্লি তিনি বলেন, ভারত সীমান্ত দিয়ে যাঁরা ইতিমধ্যে বাংলাদেশে প্রবেশ করেছে, তাঁরা বাংলাদেশি না হলে যথাযথ আইনি প্রক্রিয়ায় ফেরত পাঠানো হবে
বুধবার দুপুরে সিলেটের প্রেসবিটেরিয়ান চার্চে বড়দিনের কেক কাটার অনুষ্ঠানের পর বিদেশমন্ত্রী মোমেন এটাও বলেন যে সারা বিশ্বের মধ্যে ধর্মীয় সম্প্রীতিতে আদর্শ বাংলাদেশ এই সম্প্রীতি ধরে রাখতে সরকার সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছে দেশে ধর্মীয় সম্প্রীতি অব্যাহত থাকলেও বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করছেন শান্তির ধারাবাহিকতায় দেশ উন্নয়নের লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে চলছে শেষে দেশবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানান বিদেশমন্ত্রী মোমেন

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.