Header Ads

ক‍্যাব- এর বিরুদ্ধে প্রতিবাদ, মঙ্গলবার উত্তরপূর্ব ভারত বনধের ডাক দিল নেসো

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল অর্থাৎ ক‍্যাব-এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আগামী ১০ ডিসেম্বর ১১ ঘন্টা উত্তর পূর্ব ভারত বনধের ডাক দিয়েছে নর্থইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশন সংক্ষেপে 'নেসো'।  নেসো- র উপদেষ্টা সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন- অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, নাগাল‍্যান্ড, মিজোরাম, মণিপুর এবং ত্রিপুরার সমস্ত ছাত্র সংগঠন মিলে বনধের ডাক দিয়েছে। তবে নাগাল‍্যান্ডে কোহিমায় যেহেতু হর্নবিল উৎসব তাই একমাত্র সেখানে বনধ হবে না। ছাত্র সংগঠনের প্রতিনিধিরা সবাই সেখানে রাজ ভবনের সামনে প্রতিবাদ করবে।
ছবি, সৌঃ আন্তর্জাল
প্রসঙ্গত, ক‍্যাব অনুমোদন হলে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আসা অমুসলিমরা ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে প্রবেশ করলে তারা নাগরিকত্ব পাবে, নেসো তারই বিরোধিতা করছে।
তবে প্রস্তাবিত এই নতুন আইন ইনার লাইন পারমিট এলাকা এবং সংবিধানের ষষ্ঠ তফশিল অন্তর্ভুক্ত এলাকায় প্রযোজ্য হবে না। সোমবার ক‍্যাব প্রসঙ্গ লোকসভায় উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.