Header Ads

বাংলায় ভোটযুদ্ধে আত্মপ্রকাশ করল মিম ! অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়ঃ

বাংলার ভোট যুদ্ধে আত্মপ্রকাশ করল এআইএমআইএম। উত্তর দিনাজপুরের হেমতাবাদের সিনিয়র হাইমাদ্রাসার পরিচালন কমিটির নির্বাচনের ময়দানে নেমেছে তারা। অভিযোগ তৃণমূলের স্থানীয় নেতৃত্বের একাংশ দলে কল্কে না পাওয়ায় ওয়াইসির দলের শরণাপন্ন হয়েছেন।


উত্তর দিনাজপুরের হেমতাবাদের সিনিয়র হাইমাদ্রাসার পরিচালন কমিটির নির্বাচনের ময়দানে নেমেছে তারা। উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় দলটির সংগঠন ক্রমশ বাড়ছে বলেই খবর।
অভিযোগ তৃণমূলের স্থানীয় নেতৃত্বের একাংশ দলে কল্কে না পাওয়ায় ওয়াইসির দলের শরণাপন্ন হয়েছেন। যদিও এই খবব অস্বীকার করেছে স্থানীয় এআইএমআইএম নেতৃত্ব। তাদের দাবি তৃণমূলের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই।
উত্তর দিনাজপুর লাগোয়া বিহারের কিষাণগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হয়েছে এআইএমআইএম।
আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের ২৯৪ টি আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা নিয়েছে এই দল। রাজ্যে দলের মুখপত্র আসিফ ওয়াকার দাবি করে বলেছেন, পশ্চিমবঙ্গের সব গ্রামেই তাদের দলের অস্তিত্ব রয়েছে !

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.