Header Ads

অসমের ক্ষতি হোক এমন কাজকর্ম সরকার করেনি আর ভবিষ্যতেও করবে না : মুখ্যমন্ত্রী


ছাত্রছাত্রীদের গভীর অধ্যয়ন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনে এগিয়ে যাবার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী

নকুল রায়, গুয়াহাটি, 29 ডিসেম্বরঃ শনিবার কামরূপ জেলার রঙিয়ার তুলসীবাড়ি বহুমুখী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সোনালী জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় মুখ্য অতিথি হিসাবে অংশগ্রহণ করে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন,'আমাদের সরকার যেসব কাজকর্ম করেছে সেটা স্বচ্ছ্ব ও পিরস্কার মনোভাব নিয়ে আমাদের মনে নোংরা নেই আমরা অসমের জনগণকে পিতৃ-মাতৃ হিসাবে গণ্য করি অসমের কোনো ধরনের ক্ষতি হোক এমন কাজকর্ম আমাদের সরকার কখনোই করেনি এবং ভবিষ্যতেও করবে না এই কথা স্পষ্ট অসমের খিলঞ্জীয়া ভূমিপুত্রদের নিরাপত্তা করা ও তাদের উন্নয়নই হল আমাদের লক্ষ্য অসমীয়া ভূমিপুত্রের মান-সম্মান, স্বাভিমান রক্ষা করাটাই হল আমাদের ধর্ম'
     মুখ্যমন্ত্রী সনোয়াল বলেন, একতায় শক্তি আছে এবং এই শক্তি দিয়ে অসমকে বিকাশের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সকলকে একত্রে প্রচেষ্টা করতে হবে তিনি বলেন, সমাজে অশান্তি সৃষ্ট করে জনগণের শুভাকাঙ্খী হতে পারে না যারা সমাজে অশান্তির সৃষ্টি করেন তারা সমাজের শত্রু
     তিনি আরও বলেন, এখন সমগ্র পৃথিবীতে তীব্র প্রতিযোগীতা আরম্ভ হয়েছে তাই এই প্রতিযোগীতায় সফল হতে হলে ছাত্রছাত্রীদের গভীরভাবে অধ্যয়ন ও কঠোর পরিশ্রম করতে হবে শুধু ডিগ্রী লাভ করার উদ্দেশ্য নিয়ে এগিয়ে গেলে হবে না সময় নষ্ট না করে অধ্যয়নে মনোযোগ দিতে আহ্বান জানান তিনি
     মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের পড়াশোনা করার সঙ্গে খেলাধূলার ও সংস্কৃতি চর্চায়ও অধ্যয়ন করার জন্য আহ্বান জানান ছাত্রছাত্রীদের উপকৃত করার জন্য অসম সরকার আরম্ভ করা অভিনন্দন প্রকল্প তথা বিনামূল্যে নাম ভর্তি করা, পাঠ্যপুথি ও ইউনিফর্ম বিতরণ করার মত পদক্ষেপের কথাও উল্লেখ করেন তিনি
     দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সমূহের বাংলাদেশ, ভূটান এবং নেপালের সঙ্গে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক সুদৃঢ় করার মাধ্যমে অসমে বিশেষ প্রভূত্ব বিস্তার করতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন তিনি এটাও বলেন যে এখন গুয়াহাটির মানচিত্র বদল হয়েছে তদুপির জল, স্থল, আকাশ পথের সঙ্গে তথ্য প্রযুক্তির ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তনের সূচনা হয়েছে বলেও তিনি জানান
     কেন্দ্রীয় সরকার অসমকে বিকাশের জন্য রূপায়ণ করা বিভিন্ন প্রকল্পের সুযোগ গ্রহণ করার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল এদিন বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অসমের জনগণের সদিচ্ছার জন্য নুমলীগড় তেল শোধনাগারের উৎপাদন ক্ষমতা 3 মিলিয়ন মেট্রিক টন থেকে 9 মিলিয়ন মেট্রিক টন বৃদ্ধি করার জন্য 23 হাজার কোটি টাকার আবণ্টন জানানোর সাথে বিসিপিএলের ক্ষেত্রে আসা 15 বছরের জন্য 4,600 কোটি টাকার ফীড ষ্টক সাবসিডি তথা তেল ও গ্যাস অন্বেষণের জন্য 3,500 কোটি টাকার সাহায্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এই সভায় এপল মিল পুনরুজ্জীবিতকরণের জন্য রাজ্য সরকার ভবিষ্যতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও আশ্বাস প্রদান করেন 1969 সালে প্রতিষ্ঠা হওয়া এই বিদ্যালয়ের সোনালী জয়ন্তী উদযাপনের সঙ্গে রজিতা খুবই প্রকাশ করা একটি স্মৃতিগ্রন্থেরও উন্মোচন করেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.