Header Ads

অন্যরকম এনপিআর-এর কথা বলেছিলেন বলে দাবি করলেন চিদম্বরম

 ছবি, সৌঃ আন্তৰ্জাল
নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- 26 ডিসেম্বর
বিজেপি নেতা অমিত মালব্য টুইটারে কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চিদম্বরমের একটি পুরনো ভিডিও প্রকাশ করেছিলেন বুধবার । ভিডিওটিতে দেখা যাচ্ছে চিদম্বরম ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা এনপিআর করলে কি সুবিধা হবে তা নিয়ে সওয়াল করছেন ।


ভিডিও প্রকাশ করে অমিত মালব্য অভিযোগ তোলেন , কংগ্রেস এনপিআর নিয়ে দ্বিচারিতা করছে, খোদ কংগ্রেসের মন্ত্রী একসময় এনপিআর -এর কথা বলেছিলেন । এনডিএ সরকার যখন এনপিআর চালু  করতে চাইছে তখন তার বিরোধিতা করছে কংগ্রেস ।


বৃহস্পতিবার টুইটারে অমিত মালব্যর ওঠানো অভিযোগের জবাব দিলেন চিদম্বরম । তিনি বললেন, বিজেপি এখন যা করতে চাইছে আর তিনি যে এনপিআর চালু করতে চেয়েছিলেন তা এক নয় ।
 
২০১০ সালের ভিডিও প্রকাশ করেছিলেন অমিত মালব্য । চিদম্বরমের বক্তব্য, ২০১১  সালের জনগণনার প্রস্তুতি হিসাবে ২০১০ সালে এনপিআর করা হয়েছিল । তার সঙ্গে জাতীয় নাগরিকপঞ্জির কোনও সম্পর্ক নেই ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.