ভারতরত্ন সুধাকণ্ঠের অষ্টম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশে শিল্পীকে শ্রদ্ধায় স্মরণ
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ ভারতরত্ন সুধাকন্ঠ ড০ভূপেন হাজারিকার অষ্টম মৃত্যুবার্ষিকীতে গোটা দেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্তের সঙ্গে বাংলাদেশও এই বরেণ্য শিল্পীকে শ্ৰদ্ধা সহকারে স্মরণ করেছে। অজস্র গুণমুগ্ধ সুধাকন্ঠকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে। এই উপলক্ষে বাংলাদেশের শিল্পকলা একাডেমী এবং অসমের একটি সংস্কৃতিক সংগঠন ব্যতিক্রম মাসডো দ্বারা যৌথভাবে মঙ্গলবার থেকে তিনদিনের কার্যক্রমের দ্বারা একাডেমির পরিসরে "আমরা যাত্রী একই তরণীর "নামের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
এই অনুষ্ঠানে আলোচনাচক্র ,গান এবং নৃত্যের প্রদর্শন করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় একাডেমি ন্যাশনাল মিউজিক এন্ড ডান্স সেন্টারে ভারত এবং বাংলাদেশের শিল্পীরা এক সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন করে। আগামীকাল বুধবার একাডেমীর ন্যাশনাল থিয়েটার হলে বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং আসাম সাহিত্য সভা যৌথভাবে আলোচনা, নাটক ,নৃত্য,প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শেষের দিনে বৃহস্পতিবার সন্ধ্যায় একাডেমির ন্যাশনাল থিয়েটার হলে বাংলাদেশের শিল্পকলা একাডেমী এবংঅসম সাহিত্যসভা যৌথভাবে "কমলা কুয়রীর সাধু " নামের একটি নাটকের আয়োজন করা হয়। অসমিয়া নাটকটি পরমানন্দ রাজবংশীর রচনা প্রযোজনা ও পরিচালনা। এতে অভিনয় করেছেন অসম কলা তীর্থ আর এস বি মুভিজের কলাকুশলীরা।
এই অনুষ্ঠানে আলোচনাচক্র ,গান এবং নৃত্যের প্রদর্শন করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় একাডেমি ন্যাশনাল মিউজিক এন্ড ডান্স সেন্টারে ভারত এবং বাংলাদেশের শিল্পীরা এক সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন করে। আগামীকাল বুধবার একাডেমীর ন্যাশনাল থিয়েটার হলে বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং আসাম সাহিত্য সভা যৌথভাবে আলোচনা, নাটক ,নৃত্য,প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শেষের দিনে বৃহস্পতিবার সন্ধ্যায় একাডেমির ন্যাশনাল থিয়েটার হলে বাংলাদেশের শিল্পকলা একাডেমী এবংঅসম সাহিত্যসভা যৌথভাবে "কমলা কুয়রীর সাধু " নামের একটি নাটকের আয়োজন করা হয়। অসমিয়া নাটকটি পরমানন্দ রাজবংশীর রচনা প্রযোজনা ও পরিচালনা। এতে অভিনয় করেছেন অসম কলা তীর্থ আর এস বি মুভিজের কলাকুশলীরা।
কোন মন্তব্য নেই