Header Ads

গৌহাটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্ন পত্রে বিসংগতি, পরীক্ষা স্থগিত ,ছাত্র-ছাত্রীর মাঝে হাহাকার

দেবযানী পাটিকর,গুয়াহাটি

গৌহাটি বিশ্ববিদ্যালয় অধীনস্থ সমস্ত কলেজে বিগত ২০ নভেম্বর থেকে স্নাতক তৃতীয় ষান্মাসিক পরীক্ষার শুরু হয়। এই পরীক্ষা চলাকালীন শুক্রবার  তৃতীয় সেমিস্টারের পরীক্ষা স্থগিত করে  দেওয়া হলো ।শুক্রবার ছিল রাজনীতি বিজ্ঞান বিষয়ের পরীক্ষা। এই পরীক্ষায় দুটো শাখাতে  প্রশ্নপত্র করা হয়, কিন্তু এদিনের পরীক্ষায় একটা শাখার প্রশ্ন ছিল অন্য শাখার প্রশ্ন ছিল না। "পলিটিক্স ইন ইন্ডিয়ার "বিষয়ের পরীক্ষা ছিল কিন্তু প্রশ্ন" ইন্ডিয়ান কংসটিটুশনের" এসেছে। একথা তখনই জানতে পারা যায় যখন প্রশ্নপত্র ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়। প্রশ্নপত্র  দেখে ছাত্র-ছাত্রী সহিত অধ্যাপক -অধ্যাপিকা  কিংকর্তাব্যবিমূঢ় হয়ে পড়ে ।সেইজন্য পরীক্ষা আরম্ভ হবার ১৫মিনিট পর পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চ শিক্ষা কেন্দ্রের এই অদ্ভুত বিসংগতি মেনে নিতে পারছে না ছাত্র ছাত্রীরা , স্বভাবতই তারা হতাশ। এই নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করছে ।তাদের মতে পরীক্ষা বাতিল হয়ে যাওয়া মানেই পুনরায় রেজাল্ট দিতে দেরি হওয়া।এদিন বিশ্ববিদ্যালয় অধীনস্থ সমস্ত কলেজে পরীক্ষা স্থগিত করা হয় এ  প্রসঙ্গে গৌহাটি বিশ্ববিদ্যালযয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডা০ ধ্রুবজ্যোতি চৌধুরী বলেন যে বিশ্ববিদ্যালয়ে এই ভুলের উপযুক্ত তদন্ত করবে ।আর দোষী ব্যক্তিকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে । বাতিল করা পরীক্ষাটা আগামী  ১০ ডিসেম্বর হতে পারে জানা গেছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.