Header Ads

সারদা মামলায় শীর্ষ আদালতের নোটিশ রাজীব কুমারকে

 ছবি, সৌঃ আন্তর্জাল
নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- 29 নভেম্বর
সারদা মামলায় সুপ্রিম কোর্ট নোটিশ জারি করল রাজীব কুমারের বিরুদ্ধে । সিবিআইয়ের আইনজীবী রাজীব কুমারের জামিন খারিজ করার আবেদন জানান । সিবিআইয়ের আইনজীবী শীর্ষ আদালতকে জানান, তদন্তের জন্য রাজীব কুমারকে গ্রেফতার করে হেফাজতে নিয়ে জেরা করা দরকার ।

দীর্ঘ সময় রাজীব কুমারের সঙ্গে কোনওভাবে যোগাযোগ করা যায়নি । রাজীব কুমার কার্যত ফেরার ছিলেন দীর্ঘ সময় বলে আদালতকে জানান সিবিআই আইনজীবী ।


সওয়াল - জবাবের পর প্রধান বিচারপতি এসএ বোবদের মন্তব্য, নোটিশ জারির কারণ ,  তিনি ফেরার হয়েছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে । প্রধান বিচারপতি এর সঙ্গে এও জানিয়ে দেন যে, রাজীব কুমারকে গ্রেফতার এবং নিজেদের হেফাজতে নেওয়ার  জন্য উপযুক্ত তথ্যপ্রমাণ শীর্ষ আদালতে পেশ করতে হবে সিবিআইকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.