বিজেপির মুখপত্র হিসেবে কথা ! নাম না করে রাজ্যপালের উদ্দেশ্য কটাক্ষ মুখ্যমন্ত্রীর !!
বিশ্বদেব চট্টোপাধ্যায়ঃ
সপ্তাহখানেক আগে রাজ্যপালকে বিজেপির লোক বলেছিলেন। আর এবার বললেন বিজেপির মুখপত্র হিসেবে কারও কারও মুখে কথা। এদিন নবান্নে বৈঠকের পর বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। সেই সময় তাঁকে প্রশ্ন করা হলে, মুখ্যমন্ত্রী বলেন কেউ কেউ সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা করছেন।
নাম না করে রাজ্যপালকে বিজেপি মুখপত্র বলে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিজেপির মুখপত্র হিসেবে কারও কারও মুখে কথা শোনা যাচ্ছে। এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী নাম না করে রাজ্যপালের পদক্ষেপের সমালোচনা করেন।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, সংবিধান মেনে যুক্তরাষ্ট্রীয় কাঠামো থাকা উচিত। কেউ কেউ সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়েই নির্বাচিত।
সপ্তাহখানেক আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন জগদীপ ধনকর বিজেপির লোক। প্রসঙ্গত সেই সময় মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাওয়া
হয়েছিল, রাজ্যপাল জানিয়েছেন, রাজ্যে আয়ুষ্মান প্রকল্প চালু করতে দিচ্ছে না রাজ্য সরকার। সেই সময় মুখ্যমন্ত্রী বলেন রাজ্যপালের প্রসঙ্গে তিনি কোনও প্রশ্নের উত্তর দেবেন না। হি ইজ এ বিজেপি পার্টি ম্যান।
রাজ্যপাল হিসেবে রাজ্যে আসার পরপর জগদীপ ধনকর জোর করেই চলে গিয়েছিলেন যাদবপুরে, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে উদ্ধার করতে। দিন দুয়েক আগে তিনি শান্তিনিকেতন থেকে চলে যান সিঙ্গুরে। বলেছেন, সিঙ্গুরে গিয়ে থাকার ইচ্ছা রয়েছে। এবার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার কথাও বলেছেন তিনি।
কোন মন্তব্য নেই