Header Ads

মাত্রাছাড়া প্রদূষণের কবলে দিল্লি, তবে কিছুটা কমেছে প্রদূষনের মাত্রা



নয়া দিল্লি। ভয়ঙ্কর প্রদূষনের কবলে পড়েছে ভারতের রাজধানী নতুন দিল্লি। প্রতিবেশী রাজ্য  পাঞ্জাব ও  হরিয়ানাতে ধান ও গমের গোড়া  পুড়িয়ে দেওয়ার ফলে প্রদূষনের মাত্রা বেড়েছে।  নতুন দিল্লিতে গরমের দিনে ৪০% শতাংশ বায়ু প্রদূষণ জৈব ইন্ধন জ্বালানোর জন্য হয়।  ঠান্ডার সময় বায়ু প্রদূষণ ধান-গমের গোড়া পুড়িয়ে ফেলার জন্য বেশী হয়ে থাকে।  তবে ধীরে ধীরে বর্তমানে দূষণের মাত্রা কম হয়েছে। দিল্লির কিছু এলাকাতে দূষণের মাত্রা আগের থেকে অনেক কম হয়েছে। তবে স্কুল-কলেজে খুলে গেছে ।ওদিকে নতুন দিল্লিতে প্রতিদিন ৩০ লক্ষ গাড়ি চলাচল করে ।সরকারের প্রদূষণ কমানোর জন্য জোড় বেজোড়  গাড়ি চালানোর নির্দেশ দিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.