Header Ads

উমরাংশুতে ১৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে ফেলকন উৎসব, বসছে তারকার হাট

 বিপ্লব দেব, হাফলংঃ গলফ কোর্স কপিলি হ্রদ ও আমুর ফেলকন পাখির জন্য এখন উমরাংশুর টুংবুং গ্রাম বিখ্যাত হয়ে উঠেছে। নভেম্বর মাস আসতে না আসতেই উমরাংশুতে ঝাঁকে ঝাঁকে আসছে আমুর ফেলকন পাখি। আর এই সময়টাতেই ডিমা হাসাও জেলার শিল্প নগরী হিসেবে পরিচিত উমরাংশুতে প্রচুর পর্যটক আসেন আমুর ফেলকন পাখি দেখার উদ্দেশ্যে। ডিমা হাসাও জেলার বনবিভাগ সূত্রে জানা গিয়েছে প্রতি বছরই নভেম্বর মাস থেকেই প্রচুর আমুর ফেলকন পাখি আসতে থাকে উমরাংশুতে।


সাইবেরিয়া থেকে আসা আমুর ফেলকন পাখি উমরাংশুতে ৪০ বা ৫০ দিন কাটিয়ে ফিরে যায় দক্ষিণ আফ্রিকায়। আর এর জন্যই উমরাংশু এখন পর্যটকদের জন্য আকর্ষনীয় হয়ে উঠেছে। তাই ডিমা হাসাও জেলার পর্যটন শিল্পকে বিশ্বের দরবারে তোলে ধরতে জাটিঙ্গা উৎসবের পর এবার ১৫ নভেম্বর থেকে উমরাংশুতে হতে চলছে ফেলকন উৎসব। ১৫ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত এই ফেলকন উৎসবের আয়োজক উত্তর কাছাড় পার্বত্য পরিষদ। এই ফেলকন উৎসবে এবার বড় বড় তারকার সমাবেশ ঘটতে চলছে উমরাংশুতে। উমরাংশু টুংবুং গ্রামের কাছে কপিলি হ্রদ এবং গলফ কোর্সের পাশেই এই ফেলকন উৎসব অনুষ্ঠিত হতে চলছে। ১৫ নভেম্বর ফেলকন উৎসবের উদ্বোধন হবে। তিনদিনের ফেলকন উৎসবে এবার থাকছে আন্তর্জাতিক পর্যায়ে ফ্যাশন শো,মিস গ্র্যান্ড ফেলকন,খেলা,স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে ক্যুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান,মিউজিক্যাল নাইট, বিভিন্ন জাতি জনগোষ্ঠীর খাবারের স্টল সহ বিভিন্ন উপজাতি জনগোষ্ঠীর হস্ততাঁত ও বয়ন শিল্পের প্রদর্শনী ইত্যাদি। ইতিমধ্যে ফেলকন উৎসবের প্রস্তুতি শুরু করে দিয়েছে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.